ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে? দেখে নিন তারিখ ও সময়
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। এখন সামনে শুধু প্রস্তুতির পালা। এই মাসে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
১১ অক্টোবর ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর ১৪ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে তাদের দ্বিতীয় ম্যাচটি হবে পুয়ের্তো রিকোর বিপক্ষে।
অন্যদিকে, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।
২০২২ সালের বিশ্বকাপের আগে একই ভেন্যুতে এই দুটি দল সফর করেছিল। সেবার সেলেসাওরা কোরিয়াকে ৫–১ ও জাপানকে ১–০ গোলে হারিয়েছিল।