আর বিনামূল্যে অটোগ্রাফ নয়, নতুন পথে ইয়ামাল!
ভক্তদের কাছে প্রিয় তারকার অটোগ্রাফ মানেই এক বিশেষ স্মৃতি—কাগজের এক টুকরোতে কিছু কথা আর একটি স্বাক্ষর হয়ে ওঠে আজীবনের স্মারক। কিন্তু বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল ভক্তদের এই অভ্যাসে পরিবর্তন আনতে চলেছেন। কারণ, তিনি আর বিনামূল্যে অটোগ্রাফ দিতে চাইছেন না!
কাতালান সংবাদমাধ্যম মুন্দো ডিপোর্টিভো জানিয়েছে, ইয়ামাল ইতিমধ্যেই ফ্রিতে অটোগ্রাফ দেওয়া বন্ধ করেছেন এবং একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেগুলোর বাণিজ্যিক ব্যবহারের চিন্তা করছেন।
বার্সেলোনাভিত্তিক একটি বিশেষ ওয়েবসাইট ইয়ামালের অটোগ্রাফ বিক্রি করার প্রস্তাব দিয়েছে। আলোচনার প্রক্রিয়া চলমান, এবং চুক্তি চূড়ান্ত হলে এই প্ল্যাটফর্মের মাধ্যমেই নির্দিষ্ট অর্থের বিনিময়ে ভক্তরা তার অটোগ্রাফ সংগ্রহ করতে পারবেন।
তবে বিষয়টি বার্সেলোনার জন্য কিছুটা জটিলতা তৈরি করতে পারে। কারণ, স্পন্সরদের সঙ্গে চুক্তি অনুযায়ী ক্লাবের খেলোয়াড়দের বিভিন্ন ইভেন্টে ভক্তদেরকে অটোগ্রাফ দিতে হয়, আর তা বিনামূল্যেই। এ কারণে ক্লাব চাইছে, ইয়ামাল যেন অন্তত সেই অনুষ্ঠানগুলোতে ফ্রি অটোগ্রাফ দেওয়া অব্যাহত রাখেন।
ইয়ামালের খ্যাতি এখন আকাশছোঁয়া। ইউরো শুরুর আগেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আর এখন তিনি বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবল তারকাদের একজন। এই তারকাখ্যাতিকে পুঁজি করেই অটোগ্রাফ বাণিজ্যের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি।
ফোর্বস-এর সর্বশেষ তথ্য অনুসারে, ইয়ামাল বর্তমানে বিশ্বের শীর্ষ আয়কারী ফুটবলারের তালিকায় ১০ম স্থানে আছেন। ২০২৫-২৬ মৌসুমে তার আয়ের পরিমাণ ৪৩ মিলিয়ন ডলার। অটোগ্রাফ বিক্রির এই নতুন উদ্যোগ শুরু হলে তার আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।