এমবাপ্পেকেও সব ম্যাচে শুরুর একাদশে রাখবেন না শাবি আলোনসো
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসো দলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতি নিচ্ছেন। ভিনিসিউস জুনিয়র ইতোমধ্যে কিছু ম্যাচে বেঞ্চে শুরু করেছেন, আর সবগুলো ম্যাচে একাদশে থাকা কিলিয়ান এমবাপ্পেও শিগগিরই সেই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রিয়ালের হয়ে নতুন মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই শুরুর একাদশে নামেন এমবাপ্পে এবং ইতোমধ্যে দলটির সর্বোচ্চ ৬ গোল করেছেন। তবে আলোনসোর মতে, দীর্ঘ মৌসুমে সবাইকে সমানভাবে ব্যবহার করা হবে, তাই এমবাপ্পেকেও কখনও কখনও বেঞ্চে বসতে হবে।
কোচ বলেন, “আমাদের সামনে অনেক ম্যাচ। এমনও দিন আসবে, যখন কিলিয়ান শুরু থেকে নামবে না। তাকে সেটি স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। আমি চাই দলের প্রতিটি সদস্য নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুক, সবাই যেন একই লক্ষ্য নিয়ে কাজ করে।”
লা লিগার চার ম্যাচের মধ্যে একটিতে শুরুর একাদশে ছিলেন না ভিনিসিউস। চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে গত মঙ্গলবারও তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, যা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলেন। শুক্রবার অনুশীলনের সময় ভিনিসিউসের সঙ্গে আলোনসো কথা বলার পর সবকিছু স্বাভাবিক মনে হয়েছে বলে জানান তিনি।
আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচে ভিনিসিউস নাকি রদ্রিগো শুরু করবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি আলোনসো। তিনি শুধু বলেন, “দুজনই দারুণ খেলোয়াড়। রদ্রিগোর সমন্বয় ও এগিয়ে যাওয়ার ক্ষমতা অসাধারণ, ভিনিসিউসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
লা লিগায় প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবারের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।