এশিয়া কাপ: টস হেরে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় দুই দল মুখোমুখি হবে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশে আছেন চারিথ আসালাঙ্কা (ক্যাপ্টেন), পাথুম নিসাঙ্কা, উইকেটরক্ষক কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, দুশমান্থা চামেরাস এবং নুয়ান থুশারা।
অন্যদিকে, আফগানিস্তানের দলে রয়েছেন অধিনায়ক রশিদ খান, সেদিকুল্লাহ আটাল, উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, দরবেশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নূর আহমদ ও ফজলহক ফারুকি।
গ্রুপ পর্বের এই ম্যাচটি দু’দলের তৃতীয় এবং শেষ ম্যাচ। শ্রীলঙ্কা ইতোমধ্যে দুই ম্যাচেই জয়ী হয়েছেন, আর আফগানিস্তান একটি জয় ও একটি হারের স্বাদ পেয়েছে। আফগানদের জন্য এই ম্যাচ জিততে না পারা মানে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা শেষ হওয়া, তাই তারা এই ম্যাচ জিততেই হবে। শ্রীলঙ্কাও গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে পৌঁছাতে চান।