ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করল আয়ারল্যান্ড

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি লাল-সবুজরা। ফলে ৩৯ রানের হারে পিছিয়ে পড়ে সিরিজে। বাংলাদেশের ব্যর্থতার রাতে তাওহীদ হৃদয়ের ধৈর্যশীল ব্যাটিংই ছিল একমাত্র আলো। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।

রান তাড়ার শুরুতেই ব্যাটিং লাইনে নেমে আসে বিপর্যয়। ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বাংলাদেশের শুরুর চার ব্যাটার—ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ১ রান করে ফিরলে দল চাপে পড়ে। ওয়ান ডাউনে আসা অধিনায়ক লিটন দাস করেন ২ রান। এরপর সাইফ হাসান ১৩ বলে ৬ রানে আউট হলে টপ অর্ডারের পতন পূর্ণতা পায়।

পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক মিলে ৪৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ বলে ২০ রান করে জাকের ব্যারি ম্যাকার্থির বলে ক্যাচ তুলে দিলে দল আবারও চাপে পড়ে। এরপর হৃদয় একপ্রান্ত ধরে রাখলেও অপরপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একই ওভারে রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে আউট করে ম্যাথিউ হামফ্রিস বাংলাদেশকে প্রায় ম্যাচের বাইরে ছিটকে দেন। হামফ্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়ে ওঠেন।

নবম উইকেটে শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে হৃদয় ৪৮ রানের জুটি গড়ে হার কিছুটা কমান। শরিফুল ১৩ বলে ১২ রান করে আউট হলে সেই জুটির ইতি পড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪২ রানের বেশি করতে পারেনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বড় স্কোর দাঁড় করায় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারে ৬৯ রানে অপরাজিত থেকে দলের ইনিংসকে বড় করেন। টিম টেক্টর ১৯ বলে ৩২ এবং কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমানই ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে উইকেট না পেলেও তিনি নিয়ন্ত্রিত বোলিং করেন। তানজিম সাকিব ৪১ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন তুলে নেন একটি করে উইকেট।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আয়ারল্যান্ড। আগামী ২৯ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করল আয়ারল্যান্ড

আপডেট সময় ১০:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪২ রানের বেশি করতে পারেনি লাল-সবুজরা। ফলে ৩৯ রানের হারে পিছিয়ে পড়ে সিরিজে। বাংলাদেশের ব্যর্থতার রাতে তাওহীদ হৃদয়ের ধৈর্যশীল ব্যাটিংই ছিল একমাত্র আলো। ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।

রান তাড়ার শুরুতেই ব্যাটিং লাইনে নেমে আসে বিপর্যয়। ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বাংলাদেশের শুরুর চার ব্যাটার—ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ১ রান করে ফিরলে দল চাপে পড়ে। ওয়ান ডাউনে আসা অধিনায়ক লিটন দাস করেন ২ রান। এরপর সাইফ হাসান ১৩ বলে ৬ রানে আউট হলে টপ অর্ডারের পতন পূর্ণতা পায়।

পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক মিলে ৪৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ বলে ২০ রান করে জাকের ব্যারি ম্যাকার্থির বলে ক্যাচ তুলে দিলে দল আবারও চাপে পড়ে। এরপর হৃদয় একপ্রান্ত ধরে রাখলেও অপরপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একই ওভারে রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে আউট করে ম্যাথিউ হামফ্রিস বাংলাদেশকে প্রায় ম্যাচের বাইরে ছিটকে দেন। হামফ্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়ে ওঠেন।

নবম উইকেটে শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে হৃদয় ৪৮ রানের জুটি গড়ে হার কিছুটা কমান। শরিফুল ১৩ বলে ১২ রান করে আউট হলে সেই জুটির ইতি পড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪২ রানের বেশি করতে পারেনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বড় স্কোর দাঁড় করায় আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারে ৬৯ রানে অপরাজিত থেকে দলের ইনিংসকে বড় করেন। টিম টেক্টর ১৯ বলে ৩২ এবং কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমানই ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে উইকেট না পেলেও তিনি নিয়ন্ত্রিত বোলিং করেন। তানজিম সাকিব ৪১ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন তুলে নেন একটি করে উইকেট।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আয়ারল্যান্ড। আগামী ২৯ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।