ডোগুর একমাত্র গোলে নিউক্যাসলকে হারিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগের বক্সিং ডের ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে প্যাট্রিক ডোগুর করা একমাত্র গোলেই নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে পরাজিত করে রেড ডেভিলরা।
শুক্রবার রাতে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ম্যাচের প্রথমার্ধেই নির্ধারিত হয়ে যায় ফলাফল। ২৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে দৃষ্টিনন্দন ভলিতে গোল করেন প্যাট্রিক ডোগু। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে এটি ছিল এই ফুটবলারের প্রথম গোল, যা শেষ পর্যন্ত দলের জয়ের ব্যবধান গড়ে দেয়।
পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল নিউক্যাসল ইউনাইটেড। তারা প্রায় ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ম্যানইউর রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায়। মোট ১৩টি শট নিলেও গোলের দেখা পায়নি সফরকারীরা। অন্যদিকে, বল দখলে পিছিয়ে থেকেও ম্যানচেস্টার ইউনাইটেড ১০টি আক্রমণ পরিচালনা করে।
টানা দুই ম্যাচে হারার পর এই জয়ে স্বস্তি ফিরেছে আমোরিমের শিষ্যদের শিবিরে। ২৯ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের পাঁচ নম্বরে অবস্থান
























