কাতারের দোহার অ্যাস্পায়ার একাডেমিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফিফার ‘দ্য বেস্ট ২০২৪’ এর আসর অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুরুষ ফুটবলারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভিনিসিউস।
ফিফার সেরা নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘণ বার্তা দিয়েছেন ভিনি। নিজের সঙ্গে হওয়া সকল অন্যায়ের জবাব দিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ইনস্টাগ্রাম পোস্টে ভিনিসিউস লিখেছেন, ‘আজ আমি লিখছি সেই ছেলেটার জন্য যে অনেক আইডলকে এই ট্রফি হাতে নিতে দেখেছে। এবার তার সময় এসেছে। হয়তো আমার সেরা সময় আরও সামনে। হ্যা আমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমি এটার জন্য লড়াই করেছি। তারা আমাকে বাদ দিতে চেয়েছে এবং এখনও চাচ্ছে। তারা আমাকে ছেঁটে ফেলতে চেয়েছে। কিন্তু তারা আমার জন্য প্রস্তুত নয়।’
ভিনি আরও লেখেন, ‘কেউ আমাকে বলে দিবে আমি কার জন্য লড়াই করব, কীভাবে চলব। যখন আমি সাও গনসালোতে ছিলাম, সিস্টেম আমাকে তোয়াক্কা করেনি। আমাকে পাত্তাই দেয়া হয়নি। আমি আমার জন্য জিতেছি, আমার পরিবারের জন্য। অনেক সমর্থন আমাকে এতদূর এনেছে। ফ্লামেঙ্গো, রিয়াল মাদ্রিদ, ব্রাজিলের জাতীয় দল এবং আমার শত শত সতীর্থ, যারা আমাকে প্রতিদিন নিয়ম করে সাহস যোগায়।’
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনিসিউস। দলকে বড় বড় শিরোপা জেতানোর পথে সেবার ২৪টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
১৯৯১ সালে ফিফা দ্য বেস্ট চালু হওয়ার পর ২০২৩ পর্যন্ত ৫ জন ব্রাজিলিয়ান- রোমারিও, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো ও কাকা এই পুরস্কার জিতেছেন। তাদের মধ্যে রোনালদো তিনবার এবং রোনালদিনহো দুইবার এই পুরস্কার জিতেছেন। তবে ২০০৭ সালের পর থেকে এই পুরস্কার আর ব্রাজিলে ফেরেনি। এবার সেই গৌরব আবারও দেশে ফিরিয়ে নিলেন ভিনিসিউস। ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফা বর্ষসেরা পুরস্কার।