ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান Logo এনসিপি ছাড়লেন তাসনিম জারা Logo ডোগুর একমাত্র গোলে নিউক্যাসলকে হারিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড Logo ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার Logo কুমিল্লা-৩ আসনে নির্বাচনের প্রস্তুতি: আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ Logo তারেক রহমান ঢাকার ১৭ নম্বর আসনের ভোটার হতে আবেদন করেছেন: ইসি Logo মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বিরুদ্ধে ১৫ বছরের সাজা Logo অনুশীলনের সময় হৃদরোগে প্রাণ হারালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ Logo কক্সবাজারে সেন্টমার্টিনমুখী জাহাজে অগ্নিকাণ্ড, প্রাণ গেল এক ক্রুর Logo ওসমান হাদির কবর জিয়ারতে শাহবাগ অভিমুখে রওনা তারেক রহমান

তুমি যাকে ভালোবাসো’– কোন সম্পর্কের অভিজ্ঞতা থেকে জন্মেছিল অনুপমের এই গান?

নিজস্ব সংবাদ :

অনুপম রায়ের জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালোবাসো’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। আবেগঘন কথা ও সুরে সাজানো এই গানটি অনেকেরই ব্যক্তিগত অনুভূতিকে নাড়া দিয়ে জায়গা করে নেয় হৃদয়ের গভীরে। ভাটির স্রোতের মতো ধীরে বয়ে যাওয়া কথাগুলো শ্রোতাকে ফিরিয়ে নেয় সেই বিশেষ মানুষটির স্মৃতিতে, যিনি কোনো একসময় জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রাক্তন’–এর জন্য নির্মিত গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। আর এই গানেই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ২০১৭ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে গানটির মূল ভাবনা ও সৃষ্টি—লেখা, সুর ও সংগীতায়োজন—সবই ছিল অনুপম রায়ের।

সম্প্রতি টক শো ‘অপুর সংসার’-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় অনুপমকে জিজ্ঞেস করেন—গানটি কি কোনো প্রাক্তন প্রেমিকাকে মনে রেখে লেখা হয়েছিল? প্রশ্ন শুনে অনুপম প্রথমে হেসে নিলেও পরে জানান, গানটি তিনি অনেক আগেই লিখেছিলেন—২০১০ বা ২০১১ সালের দিকে।

অনুপম আরও বলেন, ‘প্রাক্তন’ ছবির চিত্রনাট্য শোনার সময়ই তাঁর মনে পড়েছিল অতীতে লেখা একটি গান। সেই লেখা থেকেই পরে ‘তুমি যাকে ভালোবাসো’ তৈরি হয়। গানটি প্রথম শোনার পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও পছন্দ করেন। অনুপমের কথায়, এটি তাঁর জীবনেরই একটি সত্যিকারের গান, যেখানে কোনো মিথ্যা বা সাজানো গল্প নেই।

তবে গানটির পেছনে থাকা বাস্তব সেই নারী কে ছিলেন—তার পরিচয় প্রকাশ করেননি এই জনপ্রিয় গীতিকার-সুরকার।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৬৪ বার পড়া হয়েছে

তুমি যাকে ভালোবাসো’– কোন সম্পর্কের অভিজ্ঞতা থেকে জন্মেছিল অনুপমের এই গান?

আপডেট সময় ১১:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

অনুপম রায়ের জনপ্রিয় গান ‘তুমি যাকে ভালোবাসো’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। আবেগঘন কথা ও সুরে সাজানো এই গানটি অনেকেরই ব্যক্তিগত অনুভূতিকে নাড়া দিয়ে জায়গা করে নেয় হৃদয়ের গভীরে। ভাটির স্রোতের মতো ধীরে বয়ে যাওয়া কথাগুলো শ্রোতাকে ফিরিয়ে নেয় সেই বিশেষ মানুষটির স্মৃতিতে, যিনি কোনো একসময় জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রাক্তন’–এর জন্য নির্মিত গানটি গেয়েছিলেন ইমন চক্রবর্তী। আর এই গানেই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ২০১৭ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে গানটির মূল ভাবনা ও সৃষ্টি—লেখা, সুর ও সংগীতায়োজন—সবই ছিল অনুপম রায়ের।

সম্প্রতি টক শো ‘অপুর সংসার’-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় অনুপমকে জিজ্ঞেস করেন—গানটি কি কোনো প্রাক্তন প্রেমিকাকে মনে রেখে লেখা হয়েছিল? প্রশ্ন শুনে অনুপম প্রথমে হেসে নিলেও পরে জানান, গানটি তিনি অনেক আগেই লিখেছিলেন—২০১০ বা ২০১১ সালের দিকে।

অনুপম আরও বলেন, ‘প্রাক্তন’ ছবির চিত্রনাট্য শোনার সময়ই তাঁর মনে পড়েছিল অতীতে লেখা একটি গান। সেই লেখা থেকেই পরে ‘তুমি যাকে ভালোবাসো’ তৈরি হয়। গানটি প্রথম শোনার পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও পছন্দ করেন। অনুপমের কথায়, এটি তাঁর জীবনেরই একটি সত্যিকারের গান, যেখানে কোনো মিথ্যা বা সাজানো গল্প নেই।

তবে গানটির পেছনে থাকা বাস্তব সেই নারী কে ছিলেন—তার পরিচয় প্রকাশ করেননি এই জনপ্রিয় গীতিকার-সুরকার।