ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ধর্মকে কাজে লাগায়, রাজনৈতিক স্বার্থে নয়: আমির Logo দেশের মাঠেই শেষ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব Logo খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক, জানিয়েছে চিকিৎসক দল Logo এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ Logo রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে কেন্দ্রের কারণ দর্শানোর নোটিশ Logo ১৫ দিন ধরে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়া, উদ্বেগে দেশজুড়ে সাধারণ মানুষ Logo আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা, সমাধানে বিটিআরসিতে আলোচনার চেষ্টা Logo সহজ গ্রুপ পেলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি Logo খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা আগমনের অনুমতি চাওয়া Logo কার্টুনিষ্টদের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে: সারা হোসেন

দেশের মাঠেই শেষ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান জানালেন—নিজ দেশের মাটিতে এক পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা তার। সব ফরম্যাট থেকে একসঙ্গে বিদায় নিতে চান বলে জানিয়েছেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) প্রচারিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টের একটি পর্বে সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা খোলাখুলি তুলে ধরেন। একই সঙ্গে রাজনীতির পথচলায় এখনও অনেক কিছু বাকি আছে বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের মুখ হিসেবে পরিচিত সাকিব, ব্যাট-বলে যার অবদান স্মরণীয় হয়ে আছে। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই আড়ালে চলে যান তিনি। এ সময় অনেকেই তার ক্যারিয়ারের সমাপ্তি ধরে নিলেও, সাকিব জানালেন ভিন্ন কথা—দেশে ফিরে সমর্থকদের সামনেই শেষবারের মতো খেলতে চান তিনি।

পডকাস্টে সাকিব বলেন, “আমি আশা করি আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারব। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিন ফরম্যাট থেকেই বিদায় নিতে চাই। কোন ফরম্যাট আগে হবে—টি-টোয়েন্টি, ওয়ানডে নাকি টেস্ট—এটা নিয়ে আমার বিশেষ ভাবনা নেই।”

সমর্থকদের ভালোবাসাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি। তাই তাদের সামনে শেষবার মাঠে নামার ইচ্ছা দৃঢ় তার। এজন্যই ফিটনেস ধরে রাখতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন বলে জানান সাকিব।

তার ভাষায়, “সমর্থকরাই আমার আসল প্রেরণা। তারা সবসময় আমাকে সমর্থন করেছেন। তাই তাদের উপস্থিতিতেই ক্যারিয়ারের শেষটা দেখতে চাই। আর ফিট থাকতে লিগগুলো খেলছি।”

রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই জাতীয় দলে তাকে দেখা যায়নি। ২০২৪ সালের ভারত সফরের পর আর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামেননি তিনি। তবে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে রাজনৈতিক অধ্যায় এখনও বাকি আছে বলে মনে করেন সাকিব।

তিনি আরও বলেন, “আমার ক্রিকেট অধ্যায় প্রায় শেষ। এখন মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই—বিশেষ করে মাগুরার মানুষের জন্য। রাজনৈতিক পথচলা আমার সামনে আরও অনেকটাই বাকি।”

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছিলেন সাকিব। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
৯ বার পড়া হয়েছে

দেশের মাঠেই শেষ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব

আপডেট সময় ০১:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান জানালেন—নিজ দেশের মাটিতে এক পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা তার। সব ফরম্যাট থেকে একসঙ্গে বিদায় নিতে চান বলে জানিয়েছেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) প্রচারিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টের একটি পর্বে সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা খোলাখুলি তুলে ধরেন। একই সঙ্গে রাজনীতির পথচলায় এখনও অনেক কিছু বাকি আছে বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের মুখ হিসেবে পরিচিত সাকিব, ব্যাট-বলে যার অবদান স্মরণীয় হয়ে আছে। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই আড়ালে চলে যান তিনি। এ সময় অনেকেই তার ক্যারিয়ারের সমাপ্তি ধরে নিলেও, সাকিব জানালেন ভিন্ন কথা—দেশে ফিরে সমর্থকদের সামনেই শেষবারের মতো খেলতে চান তিনি।

পডকাস্টে সাকিব বলেন, “আমি আশা করি আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারব। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিন ফরম্যাট থেকেই বিদায় নিতে চাই। কোন ফরম্যাট আগে হবে—টি-টোয়েন্টি, ওয়ানডে নাকি টেস্ট—এটা নিয়ে আমার বিশেষ ভাবনা নেই।”

সমর্থকদের ভালোবাসাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি। তাই তাদের সামনে শেষবার মাঠে নামার ইচ্ছা দৃঢ় তার। এজন্যই ফিটনেস ধরে রাখতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিচ্ছেন বলে জানান সাকিব।

তার ভাষায়, “সমর্থকরাই আমার আসল প্রেরণা। তারা সবসময় আমাকে সমর্থন করেছেন। তাই তাদের উপস্থিতিতেই ক্যারিয়ারের শেষটা দেখতে চাই। আর ফিট থাকতে লিগগুলো খেলছি।”

রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই জাতীয় দলে তাকে দেখা যায়নি। ২০২৪ সালের ভারত সফরের পর আর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামেননি তিনি। তবে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে রাজনৈতিক অধ্যায় এখনও বাকি আছে বলে মনে করেন সাকিব।

তিনি আরও বলেন, “আমার ক্রিকেট অধ্যায় প্রায় শেষ। এখন মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই—বিশেষ করে মাগুরার মানুষের জন্য। রাজনৈতিক পথচলা আমার সামনে আরও অনেকটাই বাকি।”

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছিলেন সাকিব। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।