ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নতুন কাঠামো ও বাড়তি দল নিয়ে ২০২৬ সালে মাঠে গড়াচ্ছে পিএসএলের ১১তম আসর Logo ক্যারির শতকে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া, অ্যাডিলেড টেস্টের প্রথম দিন শেষ ৩২৬ রানে Logo নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারত Logo ভোলায় বিজয় র‍্যালিকে ঘিরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত ৫ Logo দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব, কূটনৈতিক উদ্বেগ জানাল ভারত Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে

নতুন কাঠামো ও বাড়তি দল নিয়ে ২০২৬ সালে মাঠে গড়াচ্ছে পিএসএলের ১১তম আসর

নিজস্ব সংবাদ :

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিক ও সম্প্রসারিত দলসংখ্যা নিয়ে। ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট, যার মোট সময়কাল নির্ধারণ করা হয়েছে ৩৯ দিন। আসন্ন আসরে অংশ নেবে আটটি দল, যা আগের চেয়ে দুইটি বেশি। এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

ঘোষিত সূচি অনুযায়ী, পিএসএল ১১ আয়োজন করা হবে দুই ধাপে। প্রথম ধাপে থাকবে সিঙ্গেল লিগ পর্ব, যেখানে আটটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এর ফলে প্রতিটি দলই লিগ পর্বেই সব প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ পাবে।

এরপর দ্বিতীয় ধাপে প্রতিযোগিতা রূপ নেবে ‘সুপার ফোর’ পর্বে। এই ধাপে আটটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি ম্যাচ, সব মিলিয়ে এই ধাপে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।

সুপার ফোর শেষে শীর্ষ দুই দল উঠে যাবে প্লে-অফে। প্লে-অফ পর্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়েই নির্ধারিত হবে পিএসএল ২০২৬-এর চ্যাম্পিয়ন, ফাইনাল ম্যাচসহ।

যদিও দলসংখ্যা ছয় থেকে বেড়ে আটে দাঁড়িয়েছে, তবে ম্যাচসংখ্যায় বড় ধরনের পরিবর্তন রাখা হয়নি। নতুন ফরম্যাটেও প্রতিটি দল ন্যূনতম ১০টি করে ম্যাচ খেলবে, যাতে আগের আসরগুলোর ধারাবাহিকতা বজায় থাকে।

পিএসএল ২০২৬-এর ম্যাচগুলো আয়োজন করা হবে পাকিস্তানের পাঁচটি শহরে—করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ফয়সালাবাদে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রথমবার পিএসএলের ভেন্যু তালিকায় যুক্ত হয়েছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছিল পাকিস্তান সুপার লিগ। ২০১৮ সালে দলসংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টিতে। এবার ১১তম আসরে আরও দুইটি নতুন দল যুক্ত হওয়ায় টুর্নামেন্টটি প্রবেশ করতে যাচ্ছে এক নতুন অধ্যায়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
১৩ বার পড়া হয়েছে

নতুন কাঠামো ও বাড়তি দল নিয়ে ২০২৬ সালে মাঠে গড়াচ্ছে পিএসএলের ১১তম আসর

আপডেট সময় ১০:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিক ও সম্প্রসারিত দলসংখ্যা নিয়ে। ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট, যার মোট সময়কাল নির্ধারণ করা হয়েছে ৩৯ দিন। আসন্ন আসরে অংশ নেবে আটটি দল, যা আগের চেয়ে দুইটি বেশি। এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

ঘোষিত সূচি অনুযায়ী, পিএসএল ১১ আয়োজন করা হবে দুই ধাপে। প্রথম ধাপে থাকবে সিঙ্গেল লিগ পর্ব, যেখানে আটটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এর ফলে প্রতিটি দলই লিগ পর্বেই সব প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ পাবে।

এরপর দ্বিতীয় ধাপে প্রতিযোগিতা রূপ নেবে ‘সুপার ফোর’ পর্বে। এই ধাপে আটটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি ম্যাচ, সব মিলিয়ে এই ধাপে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।

সুপার ফোর শেষে শীর্ষ দুই দল উঠে যাবে প্লে-অফে। প্লে-অফ পর্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়েই নির্ধারিত হবে পিএসএল ২০২৬-এর চ্যাম্পিয়ন, ফাইনাল ম্যাচসহ।

যদিও দলসংখ্যা ছয় থেকে বেড়ে আটে দাঁড়িয়েছে, তবে ম্যাচসংখ্যায় বড় ধরনের পরিবর্তন রাখা হয়নি। নতুন ফরম্যাটেও প্রতিটি দল ন্যূনতম ১০টি করে ম্যাচ খেলবে, যাতে আগের আসরগুলোর ধারাবাহিকতা বজায় থাকে।

পিএসএল ২০২৬-এর ম্যাচগুলো আয়োজন করা হবে পাকিস্তানের পাঁচটি শহরে—করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ফয়সালাবাদে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রথমবার পিএসএলের ভেন্যু তালিকায় যুক্ত হয়েছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছিল পাকিস্তান সুপার লিগ। ২০১৮ সালে দলসংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টিতে। এবার ১১তম আসরে আরও দুইটি নতুন দল যুক্ত হওয়ায় টুর্নামেন্টটি প্রবেশ করতে যাচ্ছে এক নতুন অধ্যায়ে।