ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

নবী (সা.)-এর নামকরণ—স্বপ্ন, ইলহাম ও ভবিষ্যদ্বাণী

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

নবী মুহাম্মদ ﷺ-এর নামকরণ ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা এবং গভীর হিকমতের বহিঃপ্রকাশ। ‘মুহাম্মাদ’ নামের অর্থ—‘যাকে অধিক প্রশংসা করা হয়’। এই নামের মধ্যেই ইঙ্গিত ছিল যে তিনি পুরো সৃষ্টিজগতের কাছে প্রশংসিত হবেন এবং তাঁর চরিত্র, নৈতিকতা ও নবুয়ত বিশ্বব্যাপী মর্যাদা অর্জন করবে।

জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব তাঁর আকিকার আয়োজন করেন এবং কুরাইশ গোত্রের সবাইকে ভোজে আমন্ত্রণ জানান। সবার সামনে তিনি নাতির নাম রাখেন ‘মুহাম্মাদ’। যেহেতু এই নাম আরবদের কাছে নতুন ছিল, তাই অনেকে নামটির অর্থ ও কারণ জানতে চাইলে তিনি জানান—তিনি চান তাঁর নাতি আসমান ও জমিন উভয় জায়গায় প্রশংসার যোগ্য হোন। এই নাম তাঁর অন্তরে আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে তিনি বিশ্বাস করতেন।

স্বপ্নের বার্তা

আব্দুল মুত্তালিব একবার একটি স্বপ্নে দেখেন—তার পিঠ থেকে রুপার একটি শেকল বের হয়ে আকাশ, জমিন, পূর্ব ও পশ্চিমকে যুক্ত করেছে। পরে শেকলটি এক উজ্জ্বল গাছে রূপ নেয়, যার আলো চারদিকে ছড়িয়ে পড়ে। স্বপ্ন বিশারদরা জানান—তার বংশে এমন এক সন্তান জন্ম নেবে যার অনুসারী ও প্রশংসাকারী হবে পুরো পৃথিবীর মানুষ। এই ব্যাখ্যাও নাম ‘মুহাম্মাদ’ বেছে নেওয়ার অন্যতম কারণ।

জন্মের অলৌকিক ঘটনা

আমেনা (রা.) নবী ﷺ -এর জন্মের সময় একটি বিশেষ আলো দেখতে পান, যা দূরের শাম অঞ্চলের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে। এ ঘটনা দাদা আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে দেয় যে এ সন্তান পৃথিবীর শেষ নবী এবং তাঁর নাম এমনই হওয়া উচিত যা তাঁর মর্যাদাকে প্রতিফলিত করে।

পূর্ববর্তী কিতাবেও ছিলেন প্রশংসিত ব্যক্তি

ইমাম ইবনু তাইমিয়া জানান, তিনি পূর্বের কিতাবের কয়েকটি নুসখায় নবী মুহাম্মদ ﷺ -এর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর উল্লেখ দেখেছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায়—অনেকে তাদের সন্তানকে ‘মুহাম্মাদ’ নাম রাখতেন এই প্রত্যাশায় যে, হয়তো তাদের সন্তানই সেই ঘোষিত নবী হবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৫৩ বার পড়া হয়েছে

নবী (সা.)-এর নামকরণ—স্বপ্ন, ইলহাম ও ভবিষ্যদ্বাণী

আপডেট সময় ০৮:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নবী মুহাম্মদ ﷺ-এর নামকরণ ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা এবং গভীর হিকমতের বহিঃপ্রকাশ। ‘মুহাম্মাদ’ নামের অর্থ—‘যাকে অধিক প্রশংসা করা হয়’। এই নামের মধ্যেই ইঙ্গিত ছিল যে তিনি পুরো সৃষ্টিজগতের কাছে প্রশংসিত হবেন এবং তাঁর চরিত্র, নৈতিকতা ও নবুয়ত বিশ্বব্যাপী মর্যাদা অর্জন করবে।

জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব তাঁর আকিকার আয়োজন করেন এবং কুরাইশ গোত্রের সবাইকে ভোজে আমন্ত্রণ জানান। সবার সামনে তিনি নাতির নাম রাখেন ‘মুহাম্মাদ’। যেহেতু এই নাম আরবদের কাছে নতুন ছিল, তাই অনেকে নামটির অর্থ ও কারণ জানতে চাইলে তিনি জানান—তিনি চান তাঁর নাতি আসমান ও জমিন উভয় জায়গায় প্রশংসার যোগ্য হোন। এই নাম তাঁর অন্তরে আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে তিনি বিশ্বাস করতেন।

স্বপ্নের বার্তা

আব্দুল মুত্তালিব একবার একটি স্বপ্নে দেখেন—তার পিঠ থেকে রুপার একটি শেকল বের হয়ে আকাশ, জমিন, পূর্ব ও পশ্চিমকে যুক্ত করেছে। পরে শেকলটি এক উজ্জ্বল গাছে রূপ নেয়, যার আলো চারদিকে ছড়িয়ে পড়ে। স্বপ্ন বিশারদরা জানান—তার বংশে এমন এক সন্তান জন্ম নেবে যার অনুসারী ও প্রশংসাকারী হবে পুরো পৃথিবীর মানুষ। এই ব্যাখ্যাও নাম ‘মুহাম্মাদ’ বেছে নেওয়ার অন্যতম কারণ।

জন্মের অলৌকিক ঘটনা

আমেনা (রা.) নবী ﷺ -এর জন্মের সময় একটি বিশেষ আলো দেখতে পান, যা দূরের শাম অঞ্চলের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে। এ ঘটনা দাদা আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে দেয় যে এ সন্তান পৃথিবীর শেষ নবী এবং তাঁর নাম এমনই হওয়া উচিত যা তাঁর মর্যাদাকে প্রতিফলিত করে।

পূর্ববর্তী কিতাবেও ছিলেন প্রশংসিত ব্যক্তি

ইমাম ইবনু তাইমিয়া জানান, তিনি পূর্বের কিতাবের কয়েকটি নুসখায় নবী মুহাম্মদ ﷺ -এর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর উল্লেখ দেখেছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায়—অনেকে তাদের সন্তানকে ‘মুহাম্মাদ’ নাম রাখতেন এই প্রত্যাশায় যে, হয়তো তাদের সন্তানই সেই ঘোষিত নবী হবেন।