ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

নবী (সা.)-এর নামকরণ—স্বপ্ন, ইলহাম ও ভবিষ্যদ্বাণী

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

নবী মুহাম্মদ ﷺ-এর নামকরণ ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা এবং গভীর হিকমতের বহিঃপ্রকাশ। ‘মুহাম্মাদ’ নামের অর্থ—‘যাকে অধিক প্রশংসা করা হয়’। এই নামের মধ্যেই ইঙ্গিত ছিল যে তিনি পুরো সৃষ্টিজগতের কাছে প্রশংসিত হবেন এবং তাঁর চরিত্র, নৈতিকতা ও নবুয়ত বিশ্বব্যাপী মর্যাদা অর্জন করবে।

জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব তাঁর আকিকার আয়োজন করেন এবং কুরাইশ গোত্রের সবাইকে ভোজে আমন্ত্রণ জানান। সবার সামনে তিনি নাতির নাম রাখেন ‘মুহাম্মাদ’। যেহেতু এই নাম আরবদের কাছে নতুন ছিল, তাই অনেকে নামটির অর্থ ও কারণ জানতে চাইলে তিনি জানান—তিনি চান তাঁর নাতি আসমান ও জমিন উভয় জায়গায় প্রশংসার যোগ্য হোন। এই নাম তাঁর অন্তরে আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে তিনি বিশ্বাস করতেন।

স্বপ্নের বার্তা

আব্দুল মুত্তালিব একবার একটি স্বপ্নে দেখেন—তার পিঠ থেকে রুপার একটি শেকল বের হয়ে আকাশ, জমিন, পূর্ব ও পশ্চিমকে যুক্ত করেছে। পরে শেকলটি এক উজ্জ্বল গাছে রূপ নেয়, যার আলো চারদিকে ছড়িয়ে পড়ে। স্বপ্ন বিশারদরা জানান—তার বংশে এমন এক সন্তান জন্ম নেবে যার অনুসারী ও প্রশংসাকারী হবে পুরো পৃথিবীর মানুষ। এই ব্যাখ্যাও নাম ‘মুহাম্মাদ’ বেছে নেওয়ার অন্যতম কারণ।

জন্মের অলৌকিক ঘটনা

আমেনা (রা.) নবী ﷺ -এর জন্মের সময় একটি বিশেষ আলো দেখতে পান, যা দূরের শাম অঞ্চলের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে। এ ঘটনা দাদা আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে দেয় যে এ সন্তান পৃথিবীর শেষ নবী এবং তাঁর নাম এমনই হওয়া উচিত যা তাঁর মর্যাদাকে প্রতিফলিত করে।

পূর্ববর্তী কিতাবেও ছিলেন প্রশংসিত ব্যক্তি

ইমাম ইবনু তাইমিয়া জানান, তিনি পূর্বের কিতাবের কয়েকটি নুসখায় নবী মুহাম্মদ ﷺ -এর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর উল্লেখ দেখেছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায়—অনেকে তাদের সন্তানকে ‘মুহাম্মাদ’ নাম রাখতেন এই প্রত্যাশায় যে, হয়তো তাদের সন্তানই সেই ঘোষিত নবী হবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩৩ বার পড়া হয়েছে

নবী (সা.)-এর নামকরণ—স্বপ্ন, ইলহাম ও ভবিষ্যদ্বাণী

আপডেট সময় ০৮:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নবী মুহাম্মদ ﷺ-এর নামকরণ ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা এবং গভীর হিকমতের বহিঃপ্রকাশ। ‘মুহাম্মাদ’ নামের অর্থ—‘যাকে অধিক প্রশংসা করা হয়’। এই নামের মধ্যেই ইঙ্গিত ছিল যে তিনি পুরো সৃষ্টিজগতের কাছে প্রশংসিত হবেন এবং তাঁর চরিত্র, নৈতিকতা ও নবুয়ত বিশ্বব্যাপী মর্যাদা অর্জন করবে।

জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব তাঁর আকিকার আয়োজন করেন এবং কুরাইশ গোত্রের সবাইকে ভোজে আমন্ত্রণ জানান। সবার সামনে তিনি নাতির নাম রাখেন ‘মুহাম্মাদ’। যেহেতু এই নাম আরবদের কাছে নতুন ছিল, তাই অনেকে নামটির অর্থ ও কারণ জানতে চাইলে তিনি জানান—তিনি চান তাঁর নাতি আসমান ও জমিন উভয় জায়গায় প্রশংসার যোগ্য হোন। এই নাম তাঁর অন্তরে আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়েছিল বলে তিনি বিশ্বাস করতেন।

স্বপ্নের বার্তা

আব্দুল মুত্তালিব একবার একটি স্বপ্নে দেখেন—তার পিঠ থেকে রুপার একটি শেকল বের হয়ে আকাশ, জমিন, পূর্ব ও পশ্চিমকে যুক্ত করেছে। পরে শেকলটি এক উজ্জ্বল গাছে রূপ নেয়, যার আলো চারদিকে ছড়িয়ে পড়ে। স্বপ্ন বিশারদরা জানান—তার বংশে এমন এক সন্তান জন্ম নেবে যার অনুসারী ও প্রশংসাকারী হবে পুরো পৃথিবীর মানুষ। এই ব্যাখ্যাও নাম ‘মুহাম্মাদ’ বেছে নেওয়ার অন্যতম কারণ।

জন্মের অলৌকিক ঘটনা

আমেনা (রা.) নবী ﷺ -এর জন্মের সময় একটি বিশেষ আলো দেখতে পান, যা দূরের শাম অঞ্চলের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে। এ ঘটনা দাদা আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে দেয় যে এ সন্তান পৃথিবীর শেষ নবী এবং তাঁর নাম এমনই হওয়া উচিত যা তাঁর মর্যাদাকে প্রতিফলিত করে।

পূর্ববর্তী কিতাবেও ছিলেন প্রশংসিত ব্যক্তি

ইমাম ইবনু তাইমিয়া জানান, তিনি পূর্বের কিতাবের কয়েকটি নুসখায় নবী মুহাম্মদ ﷺ -এর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর উল্লেখ দেখেছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায়—অনেকে তাদের সন্তানকে ‘মুহাম্মাদ’ নাম রাখতেন এই প্রত্যাশায় যে, হয়তো তাদের সন্তানই সেই ঘোষিত নবী হবেন।