বাসচালকের পরামর্শে কোহলিকে আউট করেন হিমাংশু
বাসচালকের পরামর্শে কোহলিকে আউট করেন হিমাংশু।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরি ছাড়া কোনো ইনিংসেই ভালো রান করতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। অবাক করার বিষয় হচ্ছে, সেই সিরিজে ৮ ইনিংসে কোহলি আউট হয়েছেন অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে খেলতে গিয়েও ব্যর্থ হয়েছেন কোহলি। রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ান পরে জানান, এক বাসচালকের পরামর্শে কোহলিকে আউট করেন তিনি।
রঞ্জি ট্রফিতে ১২ বছর পর খেলতে গিয়েও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। রেলওয়েজের বিপক্ষে ব্যাট হাতে ১৫ বলে করেন মাত্র ৬ রান। রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হন ভারতের সাবেক অধিনায়ক। কোহলির এই উইকেট প্রসঙ্গে রেলওয়েজের এই পেসার। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলোচনায় তিনি জানান, টিম বাসের চালক তাকে পরামর্শ দিয়েছিলেন কীভাবে কোহলিকে আউট করা যাবে!
হিমাংশু বলেন, ‘ম্যাচের আগে শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি ও রিশভ পন্ত দিল্লির হয়ে মাঠে নামতে পারে। সেই সময় আমরা জানতাম না ম্যাচ টিভিতে সরাসরি দেখানো হবে। পরে জানতে পারি, পন্ত খেলবে না তবে বিরাট মাঠে নামবে এবং ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে। আমি রেলওয়েজের প্রথম সারির পেসার। তাই সতীর্থরা সবাই বলে যে, তাদের ধারণা আমিই কোহলির উইকেট নেব।’
এরপর তিনি বলেন, ‘এমনকি যে বাসে করে আমরা যাওয়া-আসা করছিলাম, তার ড্রাইভারও আমাকে বলে যে, কোহলির উইকেট পাওয়ার জন্য আমার চতুর্থ-পঞ্চম স্টাম্পে বল রাখা উচিত। তাহলেই নাকি বিরাট উইকেট দেবে। আমার নিজের প্রতি বিশ্বাস ছিল। আমি কারও দুর্বলতার কথা বিবেচনা করার থেকে নিজের শক্তি অনুযায়ী বল করার চেষ্টা করি। সেই মতো আমি নিজের শক্তি অনুযায়ী বল করি এবং উইকেট আসে।’
এদিকে কোহলিকে বোল্ড করে আগ্রাসী সেলিব্রেশন করেন হিমাংশু। যা ভালো চোখে দেখেনি কোহলির ভক্তরা। তবে কোহলি এই পেসারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন। ম্যাচ শেষে কোহলিকে আউট করা বল নিয়ে দিল্লির ড্রেসিংরুমে যান হিমাংশু। সেই বলের উপর অটোগ্রাফ দেন কোহলি।