ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিলেন ৬০ জন প্রার্থী

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন মোট ৬০ জন প্রার্থী। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ২৫ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একদিনের জন্য নির্ধারিত মনোনয়ন বিতরণের কাজ সম্পন্ন হয়। সারাদিন ধরে প্রার্থীরা স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ক্যাটাগরি-১ এ ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল থেকে ১ জন প্রার্থী মনোনয়ন নেন। ক্যাটাগরি-২ তে মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন, আর ক্যাটাগরি-৩ এ অংশ নিয়েছেন ৩ জন।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু (বি ক্যাটাগরি) ও সাবেক জাতীয় দলের উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট (সি ক্যাটাগরি)। এ ছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বি ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নিয়েছেন। তিনি এর আগে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। অন্যদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লড়বেন এ ক্যাটাগরি থেকে, যিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন। সভাপতি পদের জন্য তাদের দুজনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সংগীতশিল্পী আসিফ আকবরও পরিচালক পদে প্রার্থী হয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক নির্বাচন হয় তিনটি ক্যাটাগরিতে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন ৭১ জন কাউন্সিলরের ভোটে—ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে, আর বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে। ক্লাব ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলর ভোট দিয়ে ১২ জন পরিচালক নির্বাচিত করবেন। আর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এর ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হবেন আরও দুজন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
৩৩ বার পড়া হয়েছে

বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিলেন ৬০ জন প্রার্থী

আপডেট সময় ০৭:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন মোট ৬০ জন প্রার্থী। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ২৫ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একদিনের জন্য নির্ধারিত মনোনয়ন বিতরণের কাজ সম্পন্ন হয়। সারাদিন ধরে প্রার্থীরা স্বশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ক্যাটাগরি-১ এ ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল থেকে ১ জন প্রার্থী মনোনয়ন নেন। ক্যাটাগরি-২ তে মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন, আর ক্যাটাগরি-৩ এ অংশ নিয়েছেন ৩ জন।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু (বি ক্যাটাগরি) ও সাবেক জাতীয় দলের উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট (সি ক্যাটাগরি)। এ ছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বি ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নিয়েছেন। তিনি এর আগে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। অন্যদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লড়বেন এ ক্যাটাগরি থেকে, যিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন। সভাপতি পদের জন্য তাদের দুজনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সংগীতশিল্পী আসিফ আকবরও পরিচালক পদে প্রার্থী হয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক নির্বাচন হয় তিনটি ক্যাটাগরিতে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন ৭১ জন কাউন্সিলরের ভোটে—ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে দুজন করে, আর বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে। ক্লাব ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলর ভোট দিয়ে ১২ জন পরিচালক নির্বাচিত করবেন। আর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এর ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হবেন আরও দুজন।