ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মাঝরাতে পাশ ওয়াকফ বিল! এই বিল আসলে কী? আগে কী ছিল, এখন কী হবে? বিরোধিতাই বা কেন! সহজে জানুন পুরোটা Logo রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর Logo শরীয়তপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ Logo মাঝরাতে লাইভে পরীমণি, বললেন কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায় Logo ‘৩ মাসে ৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’ Logo মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা Logo তুফান’কে ছাড়িয়ে ‘বরবাদ’, ব্ল্যাকে টিকিট বিক্রি নিয়ে হুলস্থুল! Logo স্বর্ণের আজকের বাজারদর Logo ইউরোপীয়দের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান ফ্রান্স প্রেসিডেন্টের Logo ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

নিজস্ব সংবাদ :

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-১ গোলের জয় পেয়েছে আউগসবুর্গের বিপক্ষে।

সৌদি লিগের সবচেয়ে বড় মহারণ ছিল রাতে—দুই জায়ান্ট আল হিলাল ও আল নাসরের লড়াই। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। মার্কো ব্রোজোভিচের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরকে এগিয়ে দেন আলি সাদিক আল হাসান।

দ্বিতীয়ার্ধে মঞ্চে আসেন রোনালদো। ৪৭ মিনিটে সাদিও মানের পাস থেকে নাসরের ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। ৬২ মিনিটে এক গোল শোধ দেয় আল হিলাল। তবে ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং নাসরের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ে টেবিলের দুই নম্বরে থাকা আল হিলালের সঙ্গে তিনে থাকা নাসরের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র ৩-এ।

অন্যদিকে রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখ। ৩০ মিনিটে দিমিত্রিস জিয়ান্নোউলিসের গোলে ফেভারিট বায়ার্নের বিপক্ষে এগিয়ে যায় আউগসবুর্গ। তবে ৪২ মিনিটে জামাল মুসিয়ালার গোলে সমতা ফেরায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬০ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় জার্মান চ্যাম্পিয়নরা। ইনজুরি সময়ে লিরয় সানের শট আউগসবুর্গ ডিফেন্ডার মিয়াত সিমারের গায়ে লেগে জালে জড়ালে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
৫ বার পড়া হয়েছে

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

আপডেট সময় ০২:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-১ গোলের জয় পেয়েছে আউগসবুর্গের বিপক্ষে।

সৌদি লিগের সবচেয়ে বড় মহারণ ছিল রাতে—দুই জায়ান্ট আল হিলাল ও আল নাসরের লড়াই। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। মার্কো ব্রোজোভিচের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরকে এগিয়ে দেন আলি সাদিক আল হাসান।

দ্বিতীয়ার্ধে মঞ্চে আসেন রোনালদো। ৪৭ মিনিটে সাদিও মানের পাস থেকে নাসরের ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। ৬২ মিনিটে এক গোল শোধ দেয় আল হিলাল। তবে ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং নাসরের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ে টেবিলের দুই নম্বরে থাকা আল হিলালের সঙ্গে তিনে থাকা নাসরের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র ৩-এ।

অন্যদিকে রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখ। ৩০ মিনিটে দিমিত্রিস জিয়ান্নোউলিসের গোলে ফেভারিট বায়ার্নের বিপক্ষে এগিয়ে যায় আউগসবুর্গ। তবে ৪২ মিনিটে জামাল মুসিয়ালার গোলে সমতা ফেরায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬০ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় জার্মান চ্যাম্পিয়নরা। ইনজুরি সময়ে লিরয় সানের শট আউগসবুর্গ ডিফেন্ডার মিয়াত সিমারের গায়ে লেগে জালে জড়ালে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ।