মেট্রোরেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা দিলেন উপদেষ্টা
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হওয়ায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার (২৬ অক্টোবর) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নিহতের পরিবারে কেউ যদি কর্মহীন থাকে, তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।”
তিনি জানান, ঘটনাটির কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি নির্মাণ ত্রুটি নাকি নাশকতা— তা যাচাই করা হবে।
উপদেষ্টা আরও বলেন, “দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তবে আজ মতিঝিল পর্যন্ত ট্রেন চলবে না।”
শনিবার বিকেলে ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে একটি পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বরও একই ধরনের একটি প্যাড খুলে পড়েছিল, তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
















