ব্রেকিং নিউজ :
ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাতিল করা হবে। তার মতে, এই বিভাগ তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটে তিনি বলেন, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কেবল স্বায়ত্তশাসন নয়, সম্পূর্ণ স্বাধীনতাই দেশের অর্থনৈতিক শৃঙ্খলার জন্য জরুরি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু আরও বলেন, সংস্কারের দাবি জনগণের কাছে তুলে ধরেই বাস্তবায়ন করতে হবে, রাস্তায় নয়।
তিনি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপরও জোর দেন, বলেন—সহনশীলতা ও মতের ভিন্নতা মেনে নেওয়ার মনোভাব গড়ে তুলতে না পারলে কোনো সংস্কারই টেকসই হবে না।
















