ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য রাজনৈতিক প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কমিশন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। ইসি দলটিকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিলেও প্রতীক নিয়ে মতভেদ থাকায় তা কার্যকর হয়নি।
ইসির পক্ষ থেকে জানানো হয়, কমিশনের গেজেটভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে ‘শাপলা’ ছিল না, তাই দলটিকে ওই প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছিল না। এনসিপিকে বিকল্প প্রতীক বাছাইয়ের জন্য কমিশন চিঠিও পাঠায়।
তবে এনসিপি তাদের অবস্থানে অটল থেকে জানায়, ‘শাপলা’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না। এ নিয়ে তারা ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি বিনিময় করে, এমনকি প্রয়োজনে রাজপথে নামার সতর্কবার্তাও দেয়।
অবশেষে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে কমিশন নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ‘শাপলা কলি’কে বরাদ্দযোগ্য প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
















