ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত দুই নারী Logo দেশজুড়ে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা, শেষ দিকে বাড়বে শীতের অনুভূতি Logo ময়মনসিংহে ডাকসু নেত্রী রাফিয়ার বাসার গেটে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ Logo চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার পড়ে সাইকেল আরোহীর মৃত্যু Logo পাকিস্তানের সমুদ্রে কৃত্রিম দ্বীপ—তেল-গ্যাস অনুসন্ধানে নতুন অধ্যায় Logo বিক্ষোভের উত্তাপে নেপাল, কারফিউ জারি করে প্রশাসন Logo নবী (সা.)-এর নামকরণ—স্বপ্ন, ইলহাম ও ভবিষ্যদ্বাণী Logo স্ত্রী কি স্বামীর নাম নেবে? জেনে নিন ইসলামের বিধান Logo শেয়ার বাজার মামলায় আবারও আলোচনায় সাকিব Logo হাসিনা–কামালকে ফেরাতে সরকারের নতুন পদক্ষেপ আলোচনায়

চট্টগ্রামে আমির খসরুর মন্তব্য: রায়দিবসে নিরাপত্তার দায়িত্ব রাজনীতির নয়

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে যদি কোনো অস্থিরতা সৃষ্টি হয়—তা নিয়ন্ত্রণের দায়িত্ব কার—সেটি স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে তাকে জানতে চাওয়া হয়—রায় ঘোষণার দিন বিশৃঙ্খলা দেখা দিলে রাজনৈতিক দলের ভূমিকা কী হওয়া উচিত?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কোনো রাজনৈতিক সংগঠনের নয়। তার মতে, এ ধরনের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে—তা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আছে, তেমনি আদালতও তার নিজস্ব দায়িত্ব পালন করবে। বিচার বিভাগের ওপরই রায় প্রদানের দায়িত্ব ন্যস্ত, এবং সেই প্রক্রিয়া স্বাধীনভাবেই হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সুসংহত হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমির খসরু বলেন, দেশ এখন গণতন্ত্রায়নের পথে ও নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের এই পর্যায়েই বিএনপির মূল মনোযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
২২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আমির খসরুর মন্তব্য: রায়দিবসে নিরাপত্তার দায়িত্ব রাজনীতির নয়

আপডেট সময় ০৬:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে যদি কোনো অস্থিরতা সৃষ্টি হয়—তা নিয়ন্ত্রণের দায়িত্ব কার—সেটি স্পষ্ট করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে তাকে জানতে চাওয়া হয়—রায় ঘোষণার দিন বিশৃঙ্খলা দেখা দিলে রাজনৈতিক দলের ভূমিকা কী হওয়া উচিত?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কোনো রাজনৈতিক সংগঠনের নয়। তার মতে, এ ধরনের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে—তা থেকে সমাজকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আছে, তেমনি আদালতও তার নিজস্ব দায়িত্ব পালন করবে। বিচার বিভাগের ওপরই রায় প্রদানের দায়িত্ব ন্যস্ত, এবং সেই প্রক্রিয়া স্বাধীনভাবেই হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সুসংহত হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমির খসরু বলেন, দেশ এখন গণতন্ত্রায়নের পথে ও নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক পরিবর্তনের এই পর্যায়েই বিএনপির মূল মনোযোগ রয়েছে।