ব্রেকিং নিউজ :
হাসিনা–কামালকে ফেরাতে সরকারের নতুন পদক্ষেপ আলোচনায়
জুলাইয়ের ঘটনাবলীতে হত্যাযজ্ঞ পরিচালনার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন কূটনৈতিক ও আইনি পথ অনুসন্ধান করছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে। একই সঙ্গে ভারতকে প্রক্রিয়াটি সহজ করতে সহযোগিতা করার অনুরোধও জানানো হচ্ছে।
আসিফ নজরুল জানান, দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক চিঠি ভারত সরকারকে দেওয়া হচ্ছে। তার মতে, ন্যায়বিচারের স্বার্থে ভারত এই দাবি সম্মান জানিয়ে শেখ হাসিনা ও কামালকে বাংলাদেশে ফেরত পাঠাবে—এটাই সরকারের প্রত্যাশা।
ট্যাগস :
আন্তর্জাতিক অপরাধ আদালত আসিফ নজরুল কামালকে ফেরত জুলাই অভ্যুত্থান বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ব্রেকিং নিউজ ভারত-বাংলাদেশ সম্পর্ক রাজনৈতিক সংবাদ শেখ হাসিনা



















