ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি সরকার: পররাষ্ট্র উপদেষ্টা Logo আখেরি মোনাজাতে সমাপ্ত হলো টঙ্গীর তুরাগ তীরের পাঁচ দিনের জোড় ইজতেমা Logo ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলির জীবনের ইতি টানলেন Logo এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিলেন চীনের পাঁচ বিশেষজ্ঞ Logo জমকালো আয়োজনে ছাতক পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন Logo সামান্থার জীবনে নতুন অধ্যায়, তবে পাত্রের পরিচয় কী? Logo দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে বন্যা–ভূমিধসে প্রাণহানির সংখ্যা পেরোল এক হাজার Logo গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo শেখ হাসিনা ৫ বছর, রেহানা ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড Logo উপদেষ্টা মাহফুজ: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা উন্নতির ইঙ্গিত

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে এখনো অন্তর্বর্তী সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন জানান, তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলেই প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে দল বা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে সরকার তার ব্যবস্থা করবে।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও তিনি চিকিৎসা নিতে সক্ষম আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জনগণকে গুজব ছড়ানো বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ধৈর্য্য ধরার অনুরোধ করেন।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানেই ভর্তি করা হয়। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে এখনো অন্তর্বর্তী সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন জানান, তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলেই প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে দল বা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে সরকার তার ব্যবস্থা করবে।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও তিনি চিকিৎসা নিতে সক্ষম আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জনগণকে গুজব ছড়ানো বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ধৈর্য্য ধরার অনুরোধ করেন।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানেই ভর্তি করা হয়। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন।