খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষিত হলেন ব্যবসায়ী কৃষ্ণ নন্দী
হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মী সভায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার বিষয়টি কৃষ্ণ নন্দী নিজে এবং স্থানীয় জামায়াতের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন। এর আগেই গত সপ্তাহে তাকে এই আসনে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে এলাকায় আলোচনা চলছিল। তিনি বর্তমানে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায়, যেখানে তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। অতীতে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। দলটির বিভিন্ন সভা ও সমাবেশে বক্তব্য দিতে এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে তাকে নিয়মিত দেখা গেছে।
প্রার্থী হওয়া বিষয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষ্ণ নন্দী জানান, “জামায়াত প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমার নাম ঘোষণা করা হয়েছে।”
তিনি নির্বাচনে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জানিয়েছেন যে আগামীকাল থেকেই তিনি মাঠে নেমে প্রচারণা চালাবেন।



















