স্মার্টফোন আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ, প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশন ছাড়সহ নতুন সুবিধা
স্মার্টফোন আমদানির ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বর্তমানে আমদানিকৃত মোবাইল ডিভাইসের ওপর মোট কর-হার প্রায় ৬১ শতাংশ হলেও, সেই হার কমিয়ে আনার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাট কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির কর্মকর্তারা অংশ নেন। বুধবার মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে দেশে বেড়াতে আসা প্রবাসীরা এখন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা বিনামূল্যে তিনটি ফোন দেশে আনতে পারবেন; চতুর্থ ফোনের ক্ষেত্রে কর প্রদান করতে হবে। যাদের কাছে বিএমইটি কার্ড নেই, তারাও ব্যক্তিগত ব্যবহারের ফোনের পাশাপাশি আরও একটি অতিরিক্ত ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন, তবে ক্রয়ের রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানি করা স্টক স্মার্টফোনগুলোর আইএমইআই নম্বর যদি বৈধ হয়, তাহলে সেগুলো কম শুল্কে বৈধ করার সুযোগ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। তবে ক্লোন বা রিফারবিশড ফোনকে এই সুবিধার আওতায় আনা হবে না। আরও বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে সক্রিয় থাকা কোনো সেট বন্ধ করে দেওয়া হবে না।























