ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি

নিজস্ব সংবাদ :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করছেন। ভোটগ্রহণের তারিখের পর আরও দুই দিন পর্যন্ত তাদের দায়িত্ব অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। একই দিনে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে একটি চিঠি পাঠান, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে তফসিল ঘোষণার পরদিন থেকে মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি পর্যবেক্ষণ নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
১৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি

আপডেট সময় ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করছেন। ভোটগ্রহণের তারিখের পর আরও দুই দিন পর্যন্ত তাদের দায়িত্ব অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। একই দিনে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে একটি চিঠি পাঠান, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে তফসিল ঘোষণার পরদিন থেকে মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি পর্যবেক্ষণ নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।