ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, জানাল আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকারীদের গ্রেফতারে চলমান তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম বলেন, হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনার দিন ফয়সাল নরসিংদীর গ্রিনজোন রিসোর্ট থেকে আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাচেষ্টার পর ব্যবহৃত পিস্তলের ব্যাগটি ধাপে ধাপে কয়েকজনের হাতে ঘুরে শেষ পর্যন্ত ভয়ে একটি বিলে ফেলে দেওয়া হয়।

বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকারী ময়মনসিংহ এলাকায় এসেছে এমন তথ্য পেয়ে যৌথ বাহিনী সারারাত অভিযান পরিচালনা করে। কল হিস্ট্রির সূত্র ধরে অভিযান চালানো হলেও ওই রাতে ফিলিপকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ফিলিপ সীমান্ত এলাকায় মানব পাচারসহ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার পাশাপাশি জেমি চিসিংসহ আরও একজনকে নজরদারিতে রাখা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেফতার করা যায়নি। অপরাধীরা ইচ্ছাকৃতভাবে তাদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তিনি জানান, ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করলেও তদন্তে আসল নম্বর শনাক্ত করা হয়েছে এবং বিআরটিএসহ বিভিন্ন মাধ্যমে যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। উদ্ধার করা চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে হলেও কোনো অ্যাকাউন্টে অর্থ পাওয়া যায়নি। বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
২৭ বার পড়া হয়েছে

হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, জানাল আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৮:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকারীদের গ্রেফতারে চলমান তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম বলেন, হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনার দিন ফয়সাল নরসিংদীর গ্রিনজোন রিসোর্ট থেকে আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাচেষ্টার পর ব্যবহৃত পিস্তলের ব্যাগটি ধাপে ধাপে কয়েকজনের হাতে ঘুরে শেষ পর্যন্ত ভয়ে একটি বিলে ফেলে দেওয়া হয়।

বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকারী ময়মনসিংহ এলাকায় এসেছে এমন তথ্য পেয়ে যৌথ বাহিনী সারারাত অভিযান পরিচালনা করে। কল হিস্ট্রির সূত্র ধরে অভিযান চালানো হলেও ওই রাতে ফিলিপকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ফিলিপ সীমান্ত এলাকায় মানব পাচারসহ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার পাশাপাশি জেমি চিসিংসহ আরও একজনকে নজরদারিতে রাখা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেফতার করা যায়নি। অপরাধীরা ইচ্ছাকৃতভাবে তাদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তিনি জানান, ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করলেও তদন্তে আসল নম্বর শনাক্ত করা হয়েছে এবং বিআরটিএসহ বিভিন্ন মাধ্যমে যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। উদ্ধার করা চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে হলেও কোনো অ্যাকাউন্টে অর্থ পাওয়া যায়নি। বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।