ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

নিজস্ব সংবাদ :

আফ্রিকা কাপ অব নেশন্সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারে পৌঁছায় উত্তর আফ্রিকার দলটি। ২০০৪ সালে রানার্সআপ হওয়ার পর এই প্রথম তারা সেমিফাইনালের মঞ্চে উঠল। উল্লেখ্য, ১৯৭৬ সালের চ্যাম্পিয়নরা এরপর এতদিন শেষ চারের স্বাদ পায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় স্বাগতিক মরক্কো। ম্যাচের ২৬তম মিনিটে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ গোল করে ৬৪ হাজার দর্শককে উল্লাসে ভাসান। এই গোলের মাধ্যমে এক আসরে পাঁচ গোল করে আফকনের ইতিহাসে মরক্কোর প্রথম খেলোয়াড় হন তিনি। পাশাপাশি, গত ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার অনন্য কীর্তিও গড়েন দিয়াজ। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মরক্কো।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে স্বাগতিকরা। ৭৪তম মিনিটে সাইবেরির গোলে ব্যবধান বাড়ে ২-০। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও ক্যামেরুনের আক্রমণগুলো মরক্কোর রক্ষণভাগ ভেদ করতে পারেনি। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। আগামী বুধবার একই ভেন্যুতে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে দিয়াজ-সাইবেরিরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১৫ বার পড়া হয়েছে

২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আফ্রিকা কাপ অব নেশন্সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারে পৌঁছায় উত্তর আফ্রিকার দলটি। ২০০৪ সালে রানার্সআপ হওয়ার পর এই প্রথম তারা সেমিফাইনালের মঞ্চে উঠল। উল্লেখ্য, ১৯৭৬ সালের চ্যাম্পিয়নরা এরপর এতদিন শেষ চারের স্বাদ পায়নি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় স্বাগতিক মরক্কো। ম্যাচের ২৬তম মিনিটে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াজ গোল করে ৬৪ হাজার দর্শককে উল্লাসে ভাসান। এই গোলের মাধ্যমে এক আসরে পাঁচ গোল করে আফকনের ইতিহাসে মরক্কোর প্রথম খেলোয়াড় হন তিনি। পাশাপাশি, গত ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই গোল করার অনন্য কীর্তিও গড়েন দিয়াজ। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মরক্কো।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে স্বাগতিকরা। ৭৪তম মিনিটে সাইবেরির গোলে ব্যবধান বাড়ে ২-০। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও ক্যামেরুনের আক্রমণগুলো মরক্কোর রক্ষণভাগ ভেদ করতে পারেনি। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। আগামী বুধবার একই ভেন্যুতে আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে দিয়াজ-সাইবেরিরা।