ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

উখিয়ার রোহিঙ্গা শিবিরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অসংখ্য বসতঘরসহ আসবাবপত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাত আনুমানিক ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি লার্নিং সেন্টার থেকে আগুন শুরু হয়ে দ্রুত আশপাশের ঘরবাড়ি ও শেডে ছড়িয়ে পড়ে। হঠাৎ এই আগুনে রাতের আঁধারে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ রক্ষায় শত শত মানুষ নিরাপদ স্থানের খোঁজে ছুটে যান।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৪৪৮টি বসতঘর, ১০টি স্কুল, দুটি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা তৈরির কাজ চলছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১৮ বার পড়া হয়েছে

উখিয়ার রোহিঙ্গা শিবিরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১০:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অসংখ্য বসতঘরসহ আসবাবপত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাত আনুমানিক ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি লার্নিং সেন্টার থেকে আগুন শুরু হয়ে দ্রুত আশপাশের ঘরবাড়ি ও শেডে ছড়িয়ে পড়ে। হঠাৎ এই আগুনে রাতের আঁধারে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ রক্ষায় শত শত মানুষ নিরাপদ স্থানের খোঁজে ছুটে যান।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৪৪৮টি বসতঘর, ১০টি স্কুল, দুটি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা তৈরির কাজ চলছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।