অযথা শর্তে ভারত সফরে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক কোনো শর্ত আরোপ করা হলে বাংলাদেশ ভারত সফরে খেলতে যাবে না। তিনি জানান, ভেন্যু পরিবর্তনের দাবি অত্যন্ত যৌক্তিক কারণেই তোলা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই। তবে যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বা অগ্রহণযোগ্য শর্ত আরোপ করে, তাহলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ভেন্যু পরিবর্তনের নজির আগেও রয়েছে। এর আগে পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানালে ভারতের ক্ষেত্রে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। একইভাবে বাংলাদেশও যৌক্তিক কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের কথা বলেছে। কোনো ধরনের অযাচিত চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা সম্ভব হবে না।























