ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানালেন আখতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনী প্রচারণার সময় কোনো প্রার্থী বা সাধারণ ভোটার যেন সহিংসতার শিকার না হন, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, প্রচারণাকালে যেন কাউকে হাদির মতো পরিণতির মুখে পড়তে না হয়, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আখতার হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক কর্মকর্তার নিহত হওয়া এবং মিরপুরে হতাহতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। এ অবস্থায় আনুষ্ঠানিক প্রচারণা চলাকালে যেন কোনো প্রার্থী কিংবা সাধারণ ভোটার প্রাণহানি বা সহিংসতার শিকার না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে সাধারণ মানুষের ওপর নানা ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে এবং বর্তমানে মামলা বাণিজ্যের প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব সমস্যার স্থায়ী সমাধানে সরকারের কাছ থেকে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন আখতার হোসেন।

তার মতে, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে এবং যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে ভোটার, প্রার্থী ও কর্মীরা কেউই ক্ষতিগ্রস্ত না হন। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে দৃঢ় উদ্যোগ নিতে হবে। জুলাই সনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, জনগণ এবার ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রত্যাশাকে বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
১৬ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানালেন আখতার

আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নির্বাচনী প্রচারণার সময় কোনো প্রার্থী বা সাধারণ ভোটার যেন সহিংসতার শিকার না হন, সে বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, প্রচারণাকালে যেন কাউকে হাদির মতো পরিণতির মুখে পড়তে না হয়, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আখতার হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের এক কর্মকর্তার নিহত হওয়া এবং মিরপুরে হতাহতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। এ অবস্থায় আনুষ্ঠানিক প্রচারণা চলাকালে যেন কোনো প্রার্থী কিংবা সাধারণ ভোটার প্রাণহানি বা সহিংসতার শিকার না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে সাধারণ মানুষের ওপর নানা ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে এবং বর্তমানে মামলা বাণিজ্যের প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব সমস্যার স্থায়ী সমাধানে সরকারের কাছ থেকে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন আখতার হোসেন।

তার মতে, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে এবং যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে ভোটার, প্রার্থী ও কর্মীরা কেউই ক্ষতিগ্রস্ত না হন। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে দৃঢ় উদ্যোগ নিতে হবে। জুলাই সনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, জনগণ এবার ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রত্যাশাকে বাস্তবায়ন করবে।