ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

নিরাপত্তা বিতর্কে বাংলাদেশের জায়গায় টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত ২১ জানুয়ারি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করে। ওই বৈঠকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নিরাপত্তাজনিত আপত্তির বিষয়টি ভোটে তোলা হয়। ভোটের ফলাফল যায় বাংলাদেশের বিপক্ষে, যদিও পুরো প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বৈঠকের দিনই আইসিসি বাংলাদেশকে জানায়—বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল নেওয়া হবে। পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। তবে বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি।
এই সময়ের মধ্যে সরকার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে ভারতের মাটিতে খেলতে গেলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সরকারের অনাগ্রহের কারণ তুলে ধরে বিভিন্ন সংস্থার গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ক্রিকেটাররা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, পরিস্থিতি বিবেচনায় আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই দিন পর আইসিসি জানায়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডকে নির্বাচনের ক্ষেত্রে তাদের বর্তমান র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি আগের আসরগুলোর পারফরম্যান্সকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। একই মাঠে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
১৬ বার পড়া হয়েছে

নিরাপত্তা বিতর্কে বাংলাদেশের জায়গায় টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড

আপডেট সময় ১০:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত ২১ জানুয়ারি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করে। ওই বৈঠকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নিরাপত্তাজনিত আপত্তির বিষয়টি ভোটে তোলা হয়। ভোটের ফলাফল যায় বাংলাদেশের বিপক্ষে, যদিও পুরো প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বৈঠকের দিনই আইসিসি বাংলাদেশকে জানায়—বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল নেওয়া হবে। পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। তবে বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি।
এই সময়ের মধ্যে সরকার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে ভারতের মাটিতে খেলতে গেলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সরকারের অনাগ্রহের কারণ তুলে ধরে বিভিন্ন সংস্থার গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ক্রিকেটাররা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, পরিস্থিতি বিবেচনায় আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই দিন পর আইসিসি জানায়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডকে নির্বাচনের ক্ষেত্রে তাদের বর্তমান র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি আগের আসরগুলোর পারফরম্যান্সকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। একই মাঠে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।