ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে।

ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। গত মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। তবে শুটিং চলছিল ঠিকঠাক এরই মধ্যে জানা গেছে তিনি আঘাত পেয়ে আহত হয়েছেন।

শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে তিনি আহত হয়েছেন। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলেই জানা গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান।


মেহেদী হাসান বলেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।


পরিচালক বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, “চলো, শুটিং করে ফেলি।” সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’

এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।

শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
 অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
৯২ বার পড়া হয়েছে

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে।

ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। গত মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। তবে শুটিং চলছিল ঠিকঠাক এরই মধ্যে জানা গেছে তিনি আঘাত পেয়ে আহত হয়েছেন।

শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে তিনি আহত হয়েছেন। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলেই জানা গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান।


মেহেদী হাসান বলেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।


পরিচালক বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, “চলো, শুটিং করে ফেলি।” সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’

এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।

শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
 অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।