ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মাঝরাতে পাশ ওয়াকফ বিল! এই বিল আসলে কী? আগে কী ছিল, এখন কী হবে? বিরোধিতাই বা কেন! সহজে জানুন পুরোটা Logo রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর Logo শরীয়তপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ Logo মাঝরাতে লাইভে পরীমণি, বললেন কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায় Logo ‘৩ মাসে ৭০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’ Logo মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা Logo তুফান’কে ছাড়িয়ে ‘বরবাদ’, ব্ল্যাকে টিকিট বিক্রি নিয়ে হুলস্থুল! Logo স্বর্ণের আজকের বাজারদর Logo ইউরোপীয়দের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান ফ্রান্স প্রেসিডেন্টের Logo ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে।

ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। গত মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। তবে শুটিং চলছিল ঠিকঠাক এরই মধ্যে জানা গেছে তিনি আঘাত পেয়ে আহত হয়েছেন।

শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে তিনি আহত হয়েছেন। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলেই জানা গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান।


মেহেদী হাসান বলেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।


পরিচালক বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, “চলো, শুটিং করে ফেলি।” সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’

এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।

শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
 অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
৫১ বার পড়া হয়েছে

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

মুম্বাইয়ে আহত শাকিব খান, দ্রুত নেয়া হয় হাসপাতালে।

ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। গত মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়। তবে শুটিং চলছিল ঠিকঠাক এরই মধ্যে জানা গেছে তিনি আঘাত পেয়ে আহত হয়েছেন।

শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত লেগে তিনি আহত হয়েছেন। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে বলেই জানা গেছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক মেহেদী হাসান।


মেহেদী হাসান বলেন, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।


পরিচালক বলেন, ‘আঘাতে আহত শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব আমাদের সবাইকে বিস্মিত করেছে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা ট্রিটমেন্টের পর আবার শুটিং হাউসে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, “চলো, শুটিং করে ফেলি।” সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।’

এর আগে বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত ২৪ অক্টোবর মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।

শাকিবের সঙ্গে ‘বরবাদ’-এ দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে।
 অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।