ব্রেকিং নিউজ :
রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিলেন রোহিত
রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিলেন রোহিত।
টেস্টে রোহিত শর্মার ১২ সেঞ্চুরির ৯টিই ওপেনিং পজিশনে। ২০১৯ সালের পর থেকে কখনও ওপেনিং বাদে ব্যাট করেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে লোকেশ রাহুলের জন্য সে জায়গাটি ছেড়ে দিলেন দলপতি, তিনি ব্যাট করবেন মিডলঅর্ডারে।
অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন রোহিত। পার্থ টেস্ট জিতে বর্ডার গাভাস্কার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারতের জয়ের জন্যই এ সিদ্ধান্ত। রোহিত বলেন, ‘আমি ব্যাটিং অর্ডারের নিচের দিকে খেলার সিদ্ধান্ত নিয়েছি জয়ের জন্য।’
পার্থ টেস্ট দেশে বসে দেখেছেন রোহিত। স্ত্রী সন্তানসম্ভবা বলে ছুটিতে ছিলেন তিনি। দলপতি কোলে নবাগত সন্তানকে নিয়েই জয়সওয়াল-রাহুলের খেলা দেখেছেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুজন গড়েন ২০১ রানের জুটি। রোহিত বলেন, ‘ওপেনিংয়ে ওরা দুজন, ম্যাচটা দেখছিলাম নবাগত সন্তানকে কোলে নিয়ে। দারুণ খেলেছে। সত্যি বলতে রাহুলের ব্যাটিং দেখতে অনেক ভালো লাগছিল।’
ওই ম্যাচে ১৬১ রান নিয়ে জয়সওয়াল হয়েছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। রাহুল ১০৩ নিয়ে ছিলেন তৃতীয় স্থানে। তাদের ওই বোঝাপড়াটায় রোহিত হাত লাগাতে অনিচ্ছুক। ক্যাপ্টেন বলেন, ‘আমার মনে হলো ওখানে পরিবর্তন দরকার নেই। ভবিষ্যতে হয়তো চিত্র বদলাবে, আমি জানি না। যা ঘটেছে আর রাহুল দেশের বাইরে যা দেখিয়েছে, তাতে ওর ওপেনিং পজিশনটা প্রাপ্য।
রোহিত আরও বলেন, ‘এটা এমন কিছু যা আমাদের প্রথম টেস্টে সাফল্য এনে দিয়েছে। অন্য দিকে জয়সওয়ালের সাথে সেই বড় জুটির জন্য সম্ভবত আমরা টেস্টটা জিতেছি। আপনি যখন পার্থের মতো জায়গায় আসেন এবং পাঁচশর মতো রান পান, তখন এটা দারুণ কিছু। আমি দেখছিলাম, দুর্দান্ত লাগছিল।’
বাংলাদেশ সময় শুক্রবার (৬ ডিসেম্বর) ১০টায় শুরু হবে অ্যাডিলেড টেস্ট।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ক্রিকেট খেলা ভারত-অস্ট্রেলিয়া রোহিত শর্মা লোকেশ রাহুল