ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আবারও ষড়যন্ত্র ‍শুরু হয়েছে, আমরা মাথানত করব না: ফখরুল Logo ২৪-এর অভ্যুত্থানের পরই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে: সারোয়ার তুষার Logo নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি Logo ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ গ্রেফতার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা Logo ফিন্যান্সিয়াল টাইমস/ লন্ডনে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে নতুন প্রশ্ন Logo ঢাবি ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের শিক্ষা উপকরণ বিতরণ Logo আখক্ষেত থেকে শিশুর মাথার খুলি উদ্ধার Logo খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা Logo হবু বধূর ছবি পোস্ট করে ফেসবুকে যা লিখলেন তাহসান

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জেলায়-মহল্লায় মানুষের কাছে গিয়ে এ বিষয়ে জনমত সৃষ্টির আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই। আমরা বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায়-মহল্লায় মানুষের কাছে যাবেন। তাদের কথা শুনবেন যে তারা কী বলতে চায়।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।’

বিকেল ৩টায় শুরুর কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মিছিল আর ব্যানার, পতাকা, ফেস্টুন নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস, জাস্টিস, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’-এমন নানা স্লোগান দিতে থাকেন।

সারাদেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যেন কখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা।

অভ্যুত্থানকারীদের প্লাটফর্মের নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে, সে বিষয়ে জন-আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। এছাড়া দ্রুতসময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণাসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হয় কর্মসূচি থেকে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
৭ বার পড়া হয়েছে

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত

আপডেট সময় ০৮:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জেলায়-মহল্লায় মানুষের কাছে গিয়ে এ বিষয়ে জনমত সৃষ্টির আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই। আমরা বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায়-মহল্লায় মানুষের কাছে যাবেন। তাদের কথা শুনবেন যে তারা কী বলতে চায়।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।’

বিকেল ৩টায় শুরুর কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মিছিল আর ব্যানার, পতাকা, ফেস্টুন নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস, জাস্টিস, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’-এমন নানা স্লোগান দিতে থাকেন।

সারাদেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যেন কখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা।

অভ্যুত্থানকারীদের প্লাটফর্মের নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে, সে বিষয়ে জন-আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। এছাড়া দ্রুতসময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণাসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হয় কর্মসূচি থেকে।