ওবামা ও মিশেলের বিচ্ছেদের গুঞ্জন, থাকছেন ‘বন্ধুর মতো’!
ওবামা ও মিশেলের বিচ্ছেদের গুঞ্জন, থাকছেন ‘বন্ধুর মতো’!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার সম্পর্ক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তারা বর্তমানে বন্ধুর মতো আছেন। তিন দশকেরও বেশি সময় ধরে বিবাহিত জীবন পার করার পর ওবামা মিশেলের সম্পর্কে শীতলতা দেখা দিলো। বারাক ওবামার সঙ্গে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সম্পর্কের জের ধরেই এমনটা হয়েছে বলে জানা গেছে।
ওবামা দম্পতির মধ্যে ঝামেলার শুরু যখন একাধিক অনুষ্ঠানে ওবামার সঙ্গে মিশেলকে দেখা যায়নি। এছাড়া অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বারাক ওবামার ডেট করার গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওবামা-জেনিফারের সম্পর্কের গুজব নিয়ে একটি কভার স্টোরি প্রকাশ করেছে একটি ম্যাগাজিন। যার শিরোনাম: ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’।
যদিও ওবামা দম্পতিকে সবাই একজন আদর্শ দম্পতি হিসেবেই চেনে তারপরও সূত্রগুলো মনে করে যে তাদের সম্পর্কের অবনতি হয়েছে।
রিপোর্ট অনুসারে, জেনিফার অ্যানিস্টন ২০০৭ সালে হলিউডের এক তারকাখচিত অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে একবারই দেখা করেন। জেনিফার অ্যানিস্টন বলেন, ‘আমি তার সাথে (ওবামার) একবার দেখা করেছি। আমি মিশেলকে তার চেয়ে বেশি চিনি।’