ফের বিসিবিতে দুদকের অভিযান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানাবিধ আর্থিক দুর্নীতির পাশাপাশি এর গঠনতন্ত্র এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রক্রিয়ায় বেশ অনিয়ম রয়েছে— এমন অভিযোগ ছিল বেশ আগে থেকেই। এবার সেই অভিযোগের জেরে বিসিবিতে মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সফর এবং বয়সভিত্তিক দলগুলোর বিভিন্ন সিরিজ চলমান থাকায় আজ শনিবার (১৭ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চত্বর ছিল বেশ শুনশান। তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। দুপুর ১টায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির হয় দুদকের কর্মকর্তারা।
এর আগে, গত ১৫ এপ্রিল অভিযান পরিচালনা করেছিল দুদক। মাস খানেকের ব্যবধানে আবারও বিসিবিতে অভিযান চালায় কর্মকর্তারা। বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে কিছু গড়মিল নিয়ে তদন্ত চলছে— সবশেষ অভিযানের সময় এমনটাই জানিয়েছিলেন তারা।