ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

শাকিব খানকে ঘিরে বাবা দিবসে অপু ও বুবলীর আবেগঘন পোস্ট

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বাবা দিবস, আর এই বিশেষ দিনে ঢালিউড সুপারস্টার শাকিব খান উঠে এলেন দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে।

দিনের শুরুতে অপু বিশ্বাস একটি হৃদয়ছোঁয়া ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, শাকিব খান মনোযোগ দিয়ে শুনছেন তাদের ছেলের গান। পেছন থেকে অপু তার প্রশংসা করেন, আর সন্তানের গায়কীতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শাকিব। তিনি হাসিমুখে বলেন, “ভেরি গুড” এবং করতালি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা পবিত্রতা আর ভালোবাসায় পূর্ণ। এই বাবা-ছেলের সম্পর্ক যেন সবসময় ভালোবাসায় ভরা থাকে।”

অপুর পোস্টের ঠিক ২১ মিনিট পর শবনম বুবলীও শেয়ার করেন একটি ভিডিও, যেখানে দেখা যায় শাকিব খানের কক্ষে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কাটছে তার এক স্নেহময় মুহূর্ত।

ভিডিওতে বাবা-ছেলের খুনসুটি ধরা পড়ে। শাকিব মজা করে বলেন, “তোমার বাবা কে?” বা “আমরা কোনো গ্রুপের মালিক”—এইসব মজার কথায় ছেলেকে আনন্দ দিচ্ছেন তিনি। এ সময় বুবলীও ভিডিও করছেন এবং বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” বীর বাবাকে ‘পাপ্পা’ দেয়ার পর শাকিবও ছেলেকে একের পর এক আদর দেন।

বুবলী ভিডিওর সঙ্গে লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার স্নেহ সন্তানের হৃদয়ে গভীর ছাপ ফেলে। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
৭২ বার পড়া হয়েছে

শাকিব খানকে ঘিরে বাবা দিবসে অপু ও বুবলীর আবেগঘন পোস্ট

আপডেট সময় ০৯:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বাবা দিবস, আর এই বিশেষ দিনে ঢালিউড সুপারস্টার শাকিব খান উঠে এলেন দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ফেসবুক পোস্টে।

দিনের শুরুতে অপু বিশ্বাস একটি হৃদয়ছোঁয়া ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, শাকিব খান মনোযোগ দিয়ে শুনছেন তাদের ছেলের গান। পেছন থেকে অপু তার প্রশংসা করেন, আর সন্তানের গায়কীতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শাকিব। তিনি হাসিমুখে বলেন, “ভেরি গুড” এবং করতালি দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা পবিত্রতা আর ভালোবাসায় পূর্ণ। এই বাবা-ছেলের সম্পর্ক যেন সবসময় ভালোবাসায় ভরা থাকে।”

অপুর পোস্টের ঠিক ২১ মিনিট পর শবনম বুবলীও শেয়ার করেন একটি ভিডিও, যেখানে দেখা যায় শাকিব খানের কক্ষে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কাটছে তার এক স্নেহময় মুহূর্ত।

ভিডিওতে বাবা-ছেলের খুনসুটি ধরা পড়ে। শাকিব মজা করে বলেন, “তোমার বাবা কে?” বা “আমরা কোনো গ্রুপের মালিক”—এইসব মজার কথায় ছেলেকে আনন্দ দিচ্ছেন তিনি। এ সময় বুবলীও ভিডিও করছেন এবং বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” বীর বাবাকে ‘পাপ্পা’ দেয়ার পর শাকিবও ছেলেকে একের পর এক আদর দেন।

বুবলী ভিডিওর সঙ্গে লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার স্নেহ সন্তানের হৃদয়ে গভীর ছাপ ফেলে। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।”