ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত নিরীহ মানুষের লোমহর্ষক বর্ণনা দিলো ইসরায়েলি সেনারা

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর বদলে গঠিত হয় ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে একটি বিতর্কিত ত্রাণ সংস্থা, যার মাধ্যমে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজাবাসীদের জন্য ত্রাণ বিতরণ শুরু হয়।

তবে এই উদ্যোগ শুরু থেকেই বিপর্যয়ের রূপ নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ফাউন্ডেশনের আওতায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় চার হাজার।

এই বর্বর ঘটনাগুলোর ভেতরের কিছু বাস্তব চিত্র তুলে ধরেছেন ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন সদস্য। তারা দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজকে জানান, এসব মানুষ ইসরায়েলি সেনাদের জন্য কোনো হুমকি তৈরি করেনি, তবুও তাদের ওপর গুলি চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা বলেন, “এটা ছিল এক ধরনের হত্যার মাঠ। আমি যেখানে দায়িত্বে ছিলাম, প্রতিদিন গড়ে এক থেকে পাঁচজনকে হত্যা করা হতো। কোনো সতর্কতা, কোনো কাঁদানে গ্যাস ব্যবহার না করে সরাসরি গুলি, কামান ও ভারী অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হতো। মানুষগুলো বুঝত গুলি থামলেই তারা সামনে যেতে পারবে। অর্থাৎ আমাদের একমাত্র ‘যোগাযোগ’ ছিল গুলি।”

তিনি আরও জানান, “অনেক সময় আমরা বহু দূর থেকে গুলি চালাতাম, আবার কিছুক্ষেত্রে এত কাছে গুলি করা হতো যে, সেটা সরাসরি হত্যার সমান ছিল। অথচ, তাদের কারো হাতেই কোনো অস্ত্র ছিল না, কেউই সেনাবাহিনীর জন্য হুমকি ছিল না।”

অপর এক সেনার ভাষায়, “ক্ষুধার্ত মানুষদের প্রতিহত করতে কামানের গোলা ছোঁড়া কোনো পেশাদারিত্ব নয়। এটি মানবিকতাবিরোধী কাজ। হ্যাঁ, হামাসের যোদ্ধারা সেখানে থাকতে পারে, তবে অনেক সাধারণ মানুষ ছিল যারা শুধু খাবার নিতে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “সেখানে এক ধরনের নিজস্ব আইন চলছে। প্রাণহানি যেন কোনো ব্যাপারই না। এমনকি নিহতদের মৃত্যু দুর্ঘটনাও বলে বিবেচনা করা হয় না।”

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, তাদের সামরিক তদন্ত সংস্থা — মিলিটারি অ্যাডভোকেট জেনারেল অফিস জানিয়েছে, নিরস্ত্র ত্রাণগ্রহীতাদের হত্যার অভিযোগ তদন্ত করে দেখা হবে, কারণ এসব ঘটনা যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
৯৩ বার পড়া হয়েছে

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত নিরীহ মানুষের লোমহর্ষক বর্ণনা দিলো ইসরায়েলি সেনারা

আপডেট সময় ০৯:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর বদলে গঠিত হয় ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ নামে একটি বিতর্কিত ত্রাণ সংস্থা, যার মাধ্যমে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজাবাসীদের জন্য ত্রাণ বিতরণ শুরু হয়।

তবে এই উদ্যোগ শুরু থেকেই বিপর্যয়ের রূপ নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ফাউন্ডেশনের আওতায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় চার হাজার।

এই বর্বর ঘটনাগুলোর ভেতরের কিছু বাস্তব চিত্র তুলে ধরেছেন ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন সদস্য। তারা দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজকে জানান, এসব মানুষ ইসরায়েলি সেনাদের জন্য কোনো হুমকি তৈরি করেনি, তবুও তাদের ওপর গুলি চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা বলেন, “এটা ছিল এক ধরনের হত্যার মাঠ। আমি যেখানে দায়িত্বে ছিলাম, প্রতিদিন গড়ে এক থেকে পাঁচজনকে হত্যা করা হতো। কোনো সতর্কতা, কোনো কাঁদানে গ্যাস ব্যবহার না করে সরাসরি গুলি, কামান ও ভারী অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হতো। মানুষগুলো বুঝত গুলি থামলেই তারা সামনে যেতে পারবে। অর্থাৎ আমাদের একমাত্র ‘যোগাযোগ’ ছিল গুলি।”

তিনি আরও জানান, “অনেক সময় আমরা বহু দূর থেকে গুলি চালাতাম, আবার কিছুক্ষেত্রে এত কাছে গুলি করা হতো যে, সেটা সরাসরি হত্যার সমান ছিল। অথচ, তাদের কারো হাতেই কোনো অস্ত্র ছিল না, কেউই সেনাবাহিনীর জন্য হুমকি ছিল না।”

অপর এক সেনার ভাষায়, “ক্ষুধার্ত মানুষদের প্রতিহত করতে কামানের গোলা ছোঁড়া কোনো পেশাদারিত্ব নয়। এটি মানবিকতাবিরোধী কাজ। হ্যাঁ, হামাসের যোদ্ধারা সেখানে থাকতে পারে, তবে অনেক সাধারণ মানুষ ছিল যারা শুধু খাবার নিতে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “সেখানে এক ধরনের নিজস্ব আইন চলছে। প্রাণহানি যেন কোনো ব্যাপারই না। এমনকি নিহতদের মৃত্যু দুর্ঘটনাও বলে বিবেচনা করা হয় না।”

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, তাদের সামরিক তদন্ত সংস্থা — মিলিটারি অ্যাডভোকেট জেনারেল অফিস জানিয়েছে, নিরস্ত্র ত্রাণগ্রহীতাদের হত্যার অভিযোগ তদন্ত করে দেখা হবে, কারণ এসব ঘটনা যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে।