ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরানের বিরুদ্ধে ফের শক্ত হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প Logo ‘আমরা কুকুর নই’: গাজায় প্যারাসুটের মাধ্যমে ত্রাণ বিতরণকে ফিলিস্তিনিরা অবমাননাকর মনে করছেন Logo ডিসেম্বরে শেষ হবে গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম Logo ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নেবে বিএনপি: ফখরুল Logo বাড়ির দখল নিতে গিয়ে বাবার ওপর বর্বর হামলা, গুরুতর আহত বৃদ্ধ Logo উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’, ভাঙলো এক রেকর্ড Logo ফরিদপুরে র‍্যাব সেজে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৫ দুর্বৃত্ত Logo জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ভয়াবহ পরিণতি আসবে: হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর Logo গাজায় শিশুদের অনাহার চললে ইসরায়েলকে সহায়তা নয়: মার্কিন সিনেটর অ্যাঙ্গাস কিং Logo গাজায় ত্রাণ পাঠাতে ফ্রান্স-যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগ জার্মানি-স্পেনের

গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইসরায়েল গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও, জাতিসংঘের মতে এ সহায়তা অত্যন্ত সীমিত। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার একে “সমুদ্রের এক ফোঁটা” বলে অভিহিত করেছেন।

রবিবার (২৭ জুলাই) গাজার কিছু এলাকায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যার ফলে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয়।

টম ফ্লেচার সোমবার (২৮ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই উদ্যোগ এক ধরনের সূচনা হলেও গাজার মানুষের প্রকৃত প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। তার ভাষায়, “যা দেওয়া হচ্ছে, তা প্রকৃত প্রয়োজনের এক ক্ষুদ্র অংশ মাত্র।”

এর আগে চলমান ৪২ দিনের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় ৬০০ থেকে ৭০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার সেখানে মাত্র ১২০টি ট্রাক পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সময় থেকে।

ফ্লেচার আরও জানান, যদি ত্রাণকর্মীদের সীমান্ত পার হওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ এবং তার অংশীদার সংস্থাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার অধিকাংশ মানুষের কাছে জরুরি জীবনরক্ষা সহায়তা পৌঁছে দিতে পারবে।

তিনি সতর্ক করেন যে, একটি টেকসই মানবিক বিরতির প্রয়োজন রয়েছে—যেটি শুধু কয়েকদিন নয়, সপ্তাহ বা মাসব্যাপী স্থায়ী হতে হবে। একইসাথে, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি ছাড়া গাজার মানবিক সংকট কাটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
৭ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা ‘অপর্যাপ্ত’: জাতিসংঘের মানবিক প্রধানের মন্তব্য

আপডেট সময় ১১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ইসরায়েল গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও, জাতিসংঘের মতে এ সহায়তা অত্যন্ত সীমিত। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার একে “সমুদ্রের এক ফোঁটা” বলে অভিহিত করেছেন।

রবিবার (২৭ জুলাই) গাজার কিছু এলাকায় ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যার ফলে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা গাজায় খাদ্য ও জরুরি সহায়তা পাঠাতে সক্ষম হয়।

টম ফ্লেচার সোমবার (২৮ জুলাই) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এই উদ্যোগ এক ধরনের সূচনা হলেও গাজার মানুষের প্রকৃত প্রয়োজনের তুলনায় তা অতি অল্প। তার ভাষায়, “যা দেওয়া হচ্ছে, তা প্রকৃত প্রয়োজনের এক ক্ষুদ্র অংশ মাত্র।”

এর আগে চলমান ৪২ দিনের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় ৬০০ থেকে ৭০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছিল। কিন্তু সর্বশেষ তথ্যে দেখা গেছে, রোববার সেখানে মাত্র ১২০টি ট্রাক পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল জানুয়ারিতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সময় থেকে।

ফ্লেচার আরও জানান, যদি ত্রাণকর্মীদের সীমান্ত পার হওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘ এবং তার অংশীদার সংস্থাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার অধিকাংশ মানুষের কাছে জরুরি জীবনরক্ষা সহায়তা পৌঁছে দিতে পারবে।

তিনি সতর্ক করেন যে, একটি টেকসই মানবিক বিরতির প্রয়োজন রয়েছে—যেটি শুধু কয়েকদিন নয়, সপ্তাহ বা মাসব্যাপী স্থায়ী হতে হবে। একইসাথে, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি ছাড়া গাজার মানবিক সংকট কাটানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।