ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

হাসপাতালে চিকিৎসা নয়, আগে ছাড়পত্র—শেখ হাসিনার আদেশের দাবি আদালতে

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছিল—এমন অভিযোগ তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। সোমবার (৪ আগস্ট) আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি দাবি করেন, জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মৌখিক নির্দেশ দিয়েছিলেন: “রিলিজ না হলে কোনো চিকিৎসা নয়।”

ইমরান জানান, ১৯ জুলাই আন্দোলনের সময় বিজয়নগরে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে। ঘটনার সময় তার সামনেই মারা যান আরও দুই প্রতিবাদকারী। পরে নানা হাসপাতালে ঘুরে তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি হন।

সেখানে চিকিৎসার পাশাপাশি উন্নত সেবার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন করলেও ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ তার। তিনি বলেন, এ সময় চিকিৎসায় অবহেলা করা হয়। হাসপাতালের পথে থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে অ্যাম্বুলেন্স থামিয়ে এক সহযাত্রীকে গ্রেফতারও করা হয়।

জবানবন্দিতে ইমরান বলেন, তার জীবনের এই দুঃসময় এবং শারীরিক অবস্থা—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে হয়েছে।

তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
২৮ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসা নয়, আগে ছাড়পত্র—শেখ হাসিনার আদেশের দাবি আদালতে

আপডেট সময় ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছিল—এমন অভিযোগ তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। সোমবার (৪ আগস্ট) আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি দাবি করেন, জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মৌখিক নির্দেশ দিয়েছিলেন: “রিলিজ না হলে কোনো চিকিৎসা নয়।”

ইমরান জানান, ১৯ জুলাই আন্দোলনের সময় বিজয়নগরে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে। ঘটনার সময় তার সামনেই মারা যান আরও দুই প্রতিবাদকারী। পরে নানা হাসপাতালে ঘুরে তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি হন।

সেখানে চিকিৎসার পাশাপাশি উন্নত সেবার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন করলেও ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ তার। তিনি বলেন, এ সময় চিকিৎসায় অবহেলা করা হয়। হাসপাতালের পথে থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে অ্যাম্বুলেন্স থামিয়ে এক সহযাত্রীকে গ্রেফতারও করা হয়।

জবানবন্দিতে ইমরান বলেন, তার জীবনের এই দুঃসময় এবং শারীরিক অবস্থা—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে হয়েছে।

তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।