ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বাম দল ছাড়া কি সম্ভব হতো জুলাই বিপ্লব? জানুন তাদের আসল অবদান! Logo “শাহরুখ, রানি ও করণের জয় নিয়ে গৌরীর আবেগঘন বার্তা!” Logo ‘সাইয়ারা’: নতুন মুখ আর সাধারণ গল্পে বলিউডে সফলতার ছোঁয়া! Logo বিএনপি প্রস্তুত জুলাই সনদে স্বাক্ষর করতে: সালাহউদ্দিন আহমেদ Logo বাংলাদেশির ভাগ্যে জ্বলজ্বল করছে ৬৬ কোটি টাকার লটারির প্রাইজ! Logo শাকিবের ‘দুই স্ত্রী’ ইস্যুতে জয়ের তীব্র মন্তব্য ভাইরাল Logo গাজা ইস্যুতে ট্রাম্পের স্পষ্ট মন্তব্য: ‘গণহত্যা নয়, এটা যুদ্ধ’ Logo মেয়েকে নিয়ে গুজব ছড়াতেই তীব্র জবাব দিলেন পরীমণি Logo সিডনির ঐতিহাসিক ব্রিজে ফিলিস্তিনের পক্ষে জনস্রোত, বিশ্ববাসীর নজর কাড়লো অস্ট্রেলিয়া Logo হাসপাতালে চিকিৎসা নয়, আগে ছাড়পত্র—শেখ হাসিনার আদেশের দাবি আদালতে

হাসপাতালে চিকিৎসা নয়, আগে ছাড়পত্র—শেখ হাসিনার আদেশের দাবি আদালতে

নিজস্ব সংবাদ : চিন্ময় দে আনন্দ

ছবি : সংগৃহিত

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছিল—এমন অভিযোগ তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। সোমবার (৪ আগস্ট) আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি দাবি করেন, জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মৌখিক নির্দেশ দিয়েছিলেন: “রিলিজ না হলে কোনো চিকিৎসা নয়।”

ইমরান জানান, ১৯ জুলাই আন্দোলনের সময় বিজয়নগরে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে। ঘটনার সময় তার সামনেই মারা যান আরও দুই প্রতিবাদকারী। পরে নানা হাসপাতালে ঘুরে তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি হন।

সেখানে চিকিৎসার পাশাপাশি উন্নত সেবার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন করলেও ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ তার। তিনি বলেন, এ সময় চিকিৎসায় অবহেলা করা হয়। হাসপাতালের পথে থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে অ্যাম্বুলেন্স থামিয়ে এক সহযাত্রীকে গ্রেফতারও করা হয়।

জবানবন্দিতে ইমরান বলেন, তার জীবনের এই দুঃসময় এবং শারীরিক অবস্থা—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে হয়েছে।

তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
১ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসা নয়, আগে ছাড়পত্র—শেখ হাসিনার আদেশের দাবি আদালতে

আপডেট সময় ০৩:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছিল—এমন অভিযোগ তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। সোমবার (৪ আগস্ট) আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি দাবি করেন, জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মৌখিক নির্দেশ দিয়েছিলেন: “রিলিজ না হলে কোনো চিকিৎসা নয়।”

ইমরান জানান, ১৯ জুলাই আন্দোলনের সময় বিজয়নগরে পুলিশের গুলিতে তার পায়ে গুলি লাগে। ঘটনার সময় তার সামনেই মারা যান আরও দুই প্রতিবাদকারী। পরে নানা হাসপাতালে ঘুরে তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি হন।

সেখানে চিকিৎসার পাশাপাশি উন্নত সেবার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন করলেও ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ তার। তিনি বলেন, এ সময় চিকিৎসায় অবহেলা করা হয়। হাসপাতালের পথে থাকা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসার সামনে অ্যাম্বুলেন্স থামিয়ে এক সহযাত্রীকে গ্রেফতারও করা হয়।

জবানবন্দিতে ইমরান বলেন, তার জীবনের এই দুঃসময় এবং শারীরিক অবস্থা—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কারণে হয়েছে।

তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।