সালমান শাহ: প্রয়াণের ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর নায়ক
বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য ৬ সেপ্টেম্বর একটি স্মরণীয় দিন। কারণ ১৯৯৬ সালের এই দিনেই অকালপ্রয়াণ ঘটে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর। মাত্র ২৫ বছর বয়সে চলে যাওয়া এই অভিনেতার মৃত্যু আজও ভক্তদের হৃদয়ে অম্লান শোকের স্মৃতি হয়ে আছে।
মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩-১৯৯৬) তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন। তবে সংখ্যায় কম হলেও প্রতিটি চলচ্চিত্রই ছিল ব্যবসায়িক সাফল্যের দৃষ্টান্ত। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু, সুজন সখী, স্বপ্নের নায়ক, চাওয়া থেকে পাওয়া, সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুনসহ আরও বহু হিট সিনেমা।
সিনেমার আগে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন সালমান শাহ। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ছিল আকাশ ছোঁয়া, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, ইতিকথা এবং টেলিফিল্ম স্বপ্নের পৃথিবী।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, তবে চলচ্চিত্রে ‘সালমান শাহ’ নামেই তিনি পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। সুদর্শন চেহারা, আধুনিক স্টাইল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে তিনি নব্বইয়ের দশকে তরুণদের কাছে হয়ে ওঠেন স্টাইল আইকন। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকরাও তার সিনেমার মাধ্যমে হলে ফিরেছিলেন।
কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঘটে অঘটন। ঢাকার ইস্কাটনে নিজ বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ‘আত্মহত্যা’ উল্লেখ থাকলেও মৃত্যুকে ঘিরে এখনো রহস্য রয়ে গেছে।
২৯ বছর কেটে গেলেও ভক্তদের চোখে আজও তিনি ‘শাহেনশাহ’। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এই নায়ক অমর হয়ে রয়েছেন কোটি দর্শকের হৃদয়ে।