শেখ হাসিনা মামলায় নতুন ধাপ: আজ অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরেক অভিযুক্তের বিরুদ্ধে আজ আবারও সাক্ষ্যগ্রহণ হবে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আজ অবশিষ্ট সাক্ষ্য দেবেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকাল পর্যন্ত তার সাক্ষ্য শোনা হয়। কিন্তু তা শেষ না হওয়ায় অবশিষ্ট অংশের জন্য ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করে। এরপর একই মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ পর্যন্ত মামলার মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য শোনা হয়েছে। গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।