ছেলের বন্ধুদের কাছে ‘দিদি’ শ্রাবন্তী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সবসময়ই আলোচনায় থাকেন, বিশেষ করে ব্যক্তিগত জীবন ও সিনেমা নিয়ে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি নতুন ছবি দেবী চৌধুরাণী, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পেশাগত যাত্রা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
শ্রাবন্তীর মতে, প্রত্যেক মানুষের মধ্যেই পরিস্থিতি অনুযায়ী ‘দেবী চৌধুরাণী’র বৈশিষ্ট্য জেগে উঠতে পারে। তিনি বলেন, “জন্মের পর কেউ লড়াই শিখে আসে না, সময়ই মানুষকে তা শেখায়।”
দশম শ্রেণিতে পড়ার সময় জিতের সঙ্গে চ্যাম্পিয়ন ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিজীবন নিয়ে কটাক্ষ ও সমালোচনার মুখোমুখি হলেও এখন আর তিনি তা গুরুত্ব দেন না। শ্রাবন্তীর ভাষায়, “ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা আছে। উদাহরণ হিসেবে বলি, ছেলে জন্মের পাঁচ বছর পর আমি কাজে ফিরি—তখন বয়স মাত্র ২১। তবে ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই অল্প বয়স।”
তিনি আরও জানান, প্রতিটি নতুন চরিত্রে অভিনয়ের আগে চিত্রনাট্য নিয়ে ছেলের সঙ্গে আলোচনা করেন। দেবী চৌধুরাণী নিয়েও প্রথমে ছেলেকে শুনিয়েছিলেন তিনি। “আমরা মা-ছেলের থেকে বেশি বন্ধু। বয়সের পার্থক্য মাত্র ১৬ বছর। ছেলের বন্ধুদের বেশিরভাগই আমাকে ‘দিদি’ বলে ডাকে, ‘আন্টি’ বলে খুব কমই,” বলেন শ্রাবন্তী।
এ ছাড়া জেন-জেড প্রজন্মের বিষয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ছেলে ও তার বন্ধুদের সঙ্গে মেলামেশা করার কারণে তাদের চিন্তাভাবনা ও ভাষা সহজেই বুঝতে পারেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান বিস্তার নিয়ে মন্তব্য করে তিনি নতুনদের উদ্দেশে বলেন, “প্রথম কাজ ভালো না হলে হতাশ হওয়া উচিত নয়; বরং পরেরটিকে ভালো করার দিকে মনোযোগী হতে হবে।”