ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  আট বছর পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি পুনরায় শুরু Logo বিএনপির পতনের ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের মতো পরিণতি অপেক্ষায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের উপ-রাষ্ট্রপতির বক্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া Logo তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন Logo গণভোট হলে প্রস্তুতি ও পরিকল্পনায় সমন্বয়ের প্রয়োজন হতে পারে: নির্বাচন কমিশন Logo ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির: আমীর খসরু Logo প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গারিমা সাইকিয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি Logo অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিল Logo গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড Logo ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, জোয়ারে দেশজুড়ে উৎসবের আমেজ: প্রেস সচিব

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ।

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী।

 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জানুয়ারি) সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। পরে এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।
 
গত নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে অন্তত ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলেন, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। 
  
এরই পরিপ্রেক্ষিতে সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। তার আগেই এদিন শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। 
 
উল্লেখ্য, নভেম্বরে আন্দোলনে নামার পর থেকেই হামলার শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একপর্যায়ে তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১১১ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ১০:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ।

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী।

 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জানুয়ারি) সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। পরে এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।
 
গত নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে অন্তত ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলেন, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। 
  
এরই পরিপ্রেক্ষিতে সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। তার আগেই এদিন শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। 
 
উল্লেখ্য, নভেম্বরে আন্দোলনে নামার পর থেকেই হামলার শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একপর্যায়ে তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।