ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজকীয় রূপে মুগ্ধ করলেন বুবলী Logo ভোপালে মডেল খুশবুর রহস্যজনক মৃত্যু, প্রেমিক কাসিমের হদিস নেই Logo দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে: একদিনে নতুন ৯১২ রোগী Logo অজান্তেই মস্তিষ্ক দুর্বল করছে যে তিনটি অভ্যাস Logo  দাগেস্তানে রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের মৃত্যু Logo বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ Logo মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বরগুনায় বাদীর সাত দিনের জেল Logo  আট বছর পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি পুনরায় শুরু Logo বিএনপির পতনের ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের মতো পরিণতি অপেক্ষায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের উপ-রাষ্ট্রপতির বক্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া

শেরে বাংলা পদক পেলেন বিএনপি নেতা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

শেরে বাংলা পদক পেলেন বিএনপি নেতা।

শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের আয়োজনে তাকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা শেষে তাকে এ পদে ভূষিত করা হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মান্ডুক মোর্শেদ। এছাড়া এসময় বিভিন্ন সরকারী দফতর ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
বিএনপি নেতা গাজী ফারুক এ পদে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
 
 
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততার সঙ্গে দীর্ঘ ৪৪ বছর ধরে রাজনীতি করছেন গাজী ফারুক। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবা করছেন। গাজী ফারুক ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে তিনি খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, ১৯৮৫ সালে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৯৩ সালে উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

পরে ২০০৩ সাল থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সাল থেকে তিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
 
 
কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি কবির তালুকদার বলেন, ‘রাজনৈতিক ক্যারিয়ারে গাজী ফারুকের কোনো দুর্নাম নেই। তিনি সততার সঙ্গে রাজনীতি করছেন। তাকে পদকে ভূষিত করায় আমরা বিএনপির নেতাকর্মীরা অনেক আনন্দিত।’

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার বলেন, ‘গাজী ফারুক সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করছেন। সেই সঙ্গে তিনি সমাজসেবা করছেন। করোনার সময় তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী অনেক অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। তাকে শেরে বাংলা পদক প্রদান করায় আমরা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
৯৩ বার পড়া হয়েছে

শেরে বাংলা পদক পেলেন বিএনপি নেতা

আপডেট সময় ১০:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

শেরে বাংলা পদক পেলেন বিএনপি নেতা।

শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের আয়োজনে তাকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা শেষে তাকে এ পদে ভূষিত করা হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মান্ডুক মোর্শেদ। এছাড়া এসময় বিভিন্ন সরকারী দফতর ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
বিএনপি নেতা গাজী ফারুক এ পদে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
 
 
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততার সঙ্গে দীর্ঘ ৪৪ বছর ধরে রাজনীতি করছেন গাজী ফারুক। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবা করছেন। গাজী ফারুক ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে তিনি খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, ১৯৮৫ সালে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৯৩ সালে উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

পরে ২০০৩ সাল থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সাল থেকে তিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
 
 
কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি কবির তালুকদার বলেন, ‘রাজনৈতিক ক্যারিয়ারে গাজী ফারুকের কোনো দুর্নাম নেই। তিনি সততার সঙ্গে রাজনীতি করছেন। তাকে পদকে ভূষিত করায় আমরা বিএনপির নেতাকর্মীরা অনেক আনন্দিত।’

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার বলেন, ‘গাজী ফারুক সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করছেন। সেই সঙ্গে তিনি সমাজসেবা করছেন। করোনার সময় তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী অনেক অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। তাকে শেরে বাংলা পদক প্রদান করায় আমরা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’