ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ জুলাই) Logo নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে নেতানিয়াহু Logo শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ Logo ৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’ Logo পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ Logo ইরানে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্য নিহত Logo গাজা যুদ্ধবিরতি নিয়ে দোহায় শুরু হচ্ছে নতুন দফার আলোচনা Logo যশোরে বাসের ধাক্কায় পথচারী ও ভ্যানযাত্রীর মৃত্যু, চালক আটক Logo সীমান্ত রক্ষায় প্রয়োজনে লং মার্চ হবে: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি নাহিদের

আজই হামলা চালাতে পারে রাশিয়া, আতঙ্কে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ!

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আজই হামলা চালাতে পারে রাশিয়া, আতঙ্কে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ!

ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাশিয়া সামরিক হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

বুধবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি।

 

ইউক্রেনে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিয়েভের মার্কিন দূতাবাস ২০ নভেম্বর (বুধবার) সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে।’
 
মার্কিন নাগরিকদের সতর্ক করে এতে আরও বলা হয়েছে,  

বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ‘এটিএসিএমএস’ (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। 
 
 
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। 
 
আরটি’র প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। মস্কো এর আগে বলেছিল, পশ্চিমা অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ বাধাবে। 
 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইউক্রেন স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ছয়টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোকে ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
 
 
এ ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে কাজ করছে বলেই মনে হচ্ছে। ব্রায়ানস্ক অঞ্চলে এটিএসিএমএস হামলা স্পষ্ট লক্ষণ যে তারা সংঘাত বাড়াতে চায়।
 
এদিকে, ইউক্রেনের এই হামলার ফলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বা পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। কারণ, পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে, মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশনা রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
৭১ বার পড়া হয়েছে

আজই হামলা চালাতে পারে রাশিয়া, আতঙ্কে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ!

আপডেট সময় ০৫:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

আজই হামলা চালাতে পারে রাশিয়া, আতঙ্কে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ!

ইউক্রেনের রাজধানী কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাশিয়া সামরিক হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

বুধবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি।

 

ইউক্রেনে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিয়েভের মার্কিন দূতাবাস ২০ নভেম্বর (বুধবার) সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেয়া হবে। দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে।’
 
মার্কিন নাগরিকদের সতর্ক করে এতে আরও বলা হয়েছে,  

বিমান সতর্কতা জারি করা হলে, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ‘এটিএসিএমএস’ (ATACMS) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। 
 
 
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। 
 
আরটি’র প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। মস্কো এর আগে বলেছিল, পশ্চিমা অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ বাধাবে। 
 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইউক্রেন স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ছয়টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোকে ‘এটিএসিএমএস’ ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
 
 
এ ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে কাজ করছে বলেই মনে হচ্ছে। ব্রায়ানস্ক অঞ্চলে এটিএসিএমএস হামলা স্পষ্ট লক্ষণ যে তারা সংঘাত বাড়াতে চায়।
 
এদিকে, ইউক্রেনের এই হামলার ফলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বা পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। কারণ, পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে, মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশনা রয়েছে।