চীন-ভারত সম্পর্ক আগের চেয়ে স্থিতিশীল হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীন-ভারত সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকের পথে ফিরছে এবং এ প্রবণতা উভয় দেশের জন্যই ইতিবাচক। সোমবার (১৪ জুলাই) বেইজিংয়ে চীনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকের সূচনা বক্তব্যে জয়শঙ্কর বলেন, “গত বছরের অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকের পর থেকে আমাদের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। আমি মনে করি, এই সফরের মাধ্যমে সেই ইতিবাচক ধারাকে আরও জোরদার করা সম্ভব হবে।”
আন্তর্জাতিক পরিস্থিতিকে ‘জটিল ও পরিবর্তনশীল’ উল্লেখ করে জয়শঙ্কর বলেন, “ভারত ও চীন উভয়ই বড় অর্থনীতি এবং প্রতিবেশী দেশ হওয়ায়, পারস্পরিক মতবিনিময় ও বোঝাপড়ার একটি খোলামেলা পরিবেশ খুব গুরুত্বপূর্ণ।”
উল্লেখযোগ্য যে, ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখে শুরু হওয়া সীমান্ত উত্তেজনার পর এটি জয়শঙ্করের প্রথম চীন সফর। সেই সময় গালওয়ান উপত্যকার সংঘর্ষে উভয় পক্ষের সম্পর্ক তলানিতে পৌঁছায়। তবে ২০২৪ সালের অক্টোবরে কাজানে অনুষ্ঠিত মোদি-শি বৈঠকে সম্পর্ক স্বাভাবিক করতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়।
বৈঠকে দু’দেশই দ্বিপাক্ষিক সংলাপ পুনরায় সক্রিয় করার পাশাপাশি উত্তেজনা প্রশমনে একমত হয়। এরই ধারাবাহিকতায় জয়শঙ্করের বেইজিং সফর গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।