ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

পৃথিবীজুড়ে এখন চর্চিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। বিশ্বে সেই প্রতিযোগিতায় নতুন এক নাম ‘ডিপসিক'(DeepSeek)। চীনের হ্যাংজু শহর থেকে যাত্রা শুরু করা এই এআই স্টার্টআপ এরইমধ্যে ওপেনএআই এর চ্যাটজিপিটি এবং গুগল জেমিনি’র মতো প্রতিদ্বন্দ্বিদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। খবর গালফ নিউজ’র।

ডিপসিক-কে তাদের প্রতিষ্ঠানের তরফ থেকে বলা হচ্ছে ‘এক রহস্যময় শক্তি”। যা চীনের এআই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছে।

ডিপসিক-এর সদর দপ্তরও হ্যাংজুতেই। একসময় এই শহর ছিল চা ও সিল্কের জন্য বিখ্যাত। কিন্তু বর্তমানে এটি আলিবাবার মতো প্রযুক্তি জায়ান্টদের জন্য প্রধান হাব হিসেবে পরিচিত।

এটির লক্ষ্য শুধু একটি ভাষা মডেল তৈরি করা নয়, বরং একটি সম্পূর্ণ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) তৈরি করা। যা এজিআই-এর অজানা রহস্য উদঘাটন করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ডিপসিক-এর মূল অর্থায়ন এসেছে চীনের ভেঞ্চার ক্যাপিটাল এবং কৌশলগত বিনিয়োগকারীদের কাছ থেকে। এর মধ্যে অন্যতম একটি নাম হলো হাই-ফ্লায়ার। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি চীনের বৃহত্তম কোয়ান্টিটেটিভ ফান্ডগুলোর একটি।

সাড়া সাজাতে আসা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও লিয়াং ওয়েনফেং। তার নেতৃত্বে এই উদ্যোগ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। লিয়াং ওয়েনফেং ছিলেন হাই-ফ্লায়ারেরও প্রতিষ্ঠাতা।

ডিপসিক কেবল এআই মডেল তৈরিতেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি এমন একটি ভবিষ্যতের জন্য কাজ করছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে ড্রোন ও ইলেকট্রিক গাড়ির মতোই সাধারণ। চীনের এআই শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে ডিপসিক এরইমধ্যে ১০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৩২ বার পড়া হয়েছে

চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

আপডেট সময় ১০:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

পৃথিবীজুড়ে এখন চর্চিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। বিশ্বে সেই প্রতিযোগিতায় নতুন এক নাম ‘ডিপসিক'(DeepSeek)। চীনের হ্যাংজু শহর থেকে যাত্রা শুরু করা এই এআই স্টার্টআপ এরইমধ্যে ওপেনএআই এর চ্যাটজিপিটি এবং গুগল জেমিনি’র মতো প্রতিদ্বন্দ্বিদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। খবর গালফ নিউজ’র।

ডিপসিক-কে তাদের প্রতিষ্ঠানের তরফ থেকে বলা হচ্ছে ‘এক রহস্যময় শক্তি”। যা চীনের এআই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছে।

ডিপসিক-এর সদর দপ্তরও হ্যাংজুতেই। একসময় এই শহর ছিল চা ও সিল্কের জন্য বিখ্যাত। কিন্তু বর্তমানে এটি আলিবাবার মতো প্রযুক্তি জায়ান্টদের জন্য প্রধান হাব হিসেবে পরিচিত।

এটির লক্ষ্য শুধু একটি ভাষা মডেল তৈরি করা নয়, বরং একটি সম্পূর্ণ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) তৈরি করা। যা এজিআই-এর অজানা রহস্য উদঘাটন করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ডিপসিক-এর মূল অর্থায়ন এসেছে চীনের ভেঞ্চার ক্যাপিটাল এবং কৌশলগত বিনিয়োগকারীদের কাছ থেকে। এর মধ্যে অন্যতম একটি নাম হলো হাই-ফ্লায়ার। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি চীনের বৃহত্তম কোয়ান্টিটেটিভ ফান্ডগুলোর একটি।

সাড়া সাজাতে আসা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও লিয়াং ওয়েনফেং। তার নেতৃত্বে এই উদ্যোগ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। লিয়াং ওয়েনফেং ছিলেন হাই-ফ্লায়ারেরও প্রতিষ্ঠাতা।

ডিপসিক কেবল এআই মডেল তৈরিতেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি এমন একটি ভবিষ্যতের জন্য কাজ করছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে ড্রোন ও ইলেকট্রিক গাড়ির মতোই সাধারণ। চীনের এআই শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে ডিপসিক এরইমধ্যে ১০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।