ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াই

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। নানা সমীকরণের সামনে দাঁড়িয়ে দলগুলো। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর জটিল হয়ে উঠেছে ভারতের ফাইনালে খেলা। তবে, নিজেদের পরের পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করতে পারলে ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। টেবিলের তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সামনেও সুযোগ আছে, তবে মেলাতে হবে নানা সমীকরণ।

২০১৯ এ শুরু হয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর আগের দুই কিস্তির ফাইনালে খেলেছে ভারত, কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেও এক ফাইনালিস্ট হিসেবে ধরা হচ্ছিল ভারতকেই। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, ভারতের সমীকরণ কঠিন করে দেয়ার সঙ্গে সুযোগ করে দিয়েছে অন্য দলগুলোরও।

 

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধারে হারের পর, ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে মেন ইন ব্লু।
 
নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে, অস্ট্রেলিয়া সফরটা কিছুটা নির্ভার হয়ে খেলতে পারতো ভারত। টম ল্যাথামের দলের কাছে বাজেভাবে হারের পর সেটা আর হচ্ছে না। বরং সিরিজের ফলাফল পক্ষে না আসলে, দল থেকে বাদ পড়ার খড়গ আসার শঙ্কা নিয়ে ডাউন আন্ডারে যাবে রোহিত শর্মার দল। তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ ফাইনাল খেলার সুযোগ যে একেবারেই হারিয়েছে টিম ইন্ডিয়া, তা বলা যাবে না।
 
ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাইটি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচ ও অ্যাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ২টি ম্যাচ বাকি অজিদের। এই ৭ ম্যাচের ৫ টেস্ট জিতলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে অজিরা।
 
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ভারতের সামনেও আছে ফাইনালে ওঠার সু্যোগ। তাদের শুধু একটা সিরিজই বাকি আছে। অজিদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের চারটি ম্যাচ জিততেই হবে মেন ইন ব্লুদের। একটিতে ড্র করলেও ফাইনালে খেলতে পারবে তারা। তবে, কিউইদের বিপক্ষে বাজেভাবে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জয় পাওয়াটা কঠিন হবে টিম ইন্ডিয়ার জন্য।
 
তিনে থাকা শ্রীলঙ্কার এই চক্রে বাকি আছে চারটি ম্যাচ। যেখানে দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে ও দুটি ম্যাচ হোমে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডব্লিউটিসির ফাইনালে উঠতে হলে সবকটিতে জয়ভিন্ন কোনো উপায় নেই লঙ্কানদের সামনে। তবে তিনটি জয় পেলেও, সুযোগ থাকবে তাদের। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর।
 
টেবিলের চারে আছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে দারুণ জয়ের পর তাদের সামনে এখন ইংল্যান্ড বাধা। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারলেই ফাইনালে খেলা নিশ্চিত করতে পারবে কিউইরা।
আর পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা পরবর্তী সিরিজ খেলবে নিজেদের চেয়ে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে। লঙ্কান ও পাকিস্তানের বিপক্ষে ২টি করে হোমে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এই চার ম্যাচ জিততে পারলে ফাইনালের টিকিট কাটতে পারবে দক্ষিণ আফ্রিকা।
 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
৯৩ বার পড়া হয়েছে

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াই

আপডেট সময় ০৭:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। নানা সমীকরণের সামনে দাঁড়িয়ে দলগুলো। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর জটিল হয়ে উঠেছে ভারতের ফাইনালে খেলা। তবে, নিজেদের পরের পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করতে পারলে ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। টেবিলের তিন, চার ও পাঁচে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সামনেও সুযোগ আছে, তবে মেলাতে হবে নানা সমীকরণ।

২০১৯ এ শুরু হয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর আগের দুই কিস্তির ফাইনালে খেলেছে ভারত, কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেও এক ফাইনালিস্ট হিসেবে ধরা হচ্ছিল ভারতকেই। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, ভারতের সমীকরণ কঠিন করে দেয়ার সঙ্গে সুযোগ করে দিয়েছে অন্য দলগুলোরও।

 

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ৩-০ ব্যবধারে হারের পর, ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে মেন ইন ব্লু।
 
নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে, অস্ট্রেলিয়া সফরটা কিছুটা নির্ভার হয়ে খেলতে পারতো ভারত। টম ল্যাথামের দলের কাছে বাজেভাবে হারের পর সেটা আর হচ্ছে না। বরং সিরিজের ফলাফল পক্ষে না আসলে, দল থেকে বাদ পড়ার খড়গ আসার শঙ্কা নিয়ে ডাউন আন্ডারে যাবে রোহিত শর্মার দল। তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসশিপ ফাইনাল খেলার সুযোগ যে একেবারেই হারিয়েছে টিম ইন্ডিয়া, তা বলা যাবে না।
 
ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাইটি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচ ও অ্যাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ২টি ম্যাচ বাকি অজিদের। এই ৭ ম্যাচের ৫ টেস্ট জিতলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে অজিরা।
 
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ভারতের সামনেও আছে ফাইনালে ওঠার সু্যোগ। তাদের শুধু একটা সিরিজই বাকি আছে। অজিদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের চারটি ম্যাচ জিততেই হবে মেন ইন ব্লুদের। একটিতে ড্র করলেও ফাইনালে খেলতে পারবে তারা। তবে, কিউইদের বিপক্ষে বাজেভাবে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জয় পাওয়াটা কঠিন হবে টিম ইন্ডিয়ার জন্য।
 
তিনে থাকা শ্রীলঙ্কার এই চক্রে বাকি আছে চারটি ম্যাচ। যেখানে দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে ও দুটি ম্যাচ হোমে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডব্লিউটিসির ফাইনালে উঠতে হলে সবকটিতে জয়ভিন্ন কোনো উপায় নেই লঙ্কানদের সামনে। তবে তিনটি জয় পেলেও, সুযোগ থাকবে তাদের। তবে সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর।
 
টেবিলের চারে আছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে দারুণ জয়ের পর তাদের সামনে এখন ইংল্যান্ড বাধা। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারলেই ফাইনালে খেলা নিশ্চিত করতে পারবে কিউইরা।
আর পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা পরবর্তী সিরিজ খেলবে নিজেদের চেয়ে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে। লঙ্কান ও পাকিস্তানের বিপক্ষে ২টি করে হোমে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এই চার ম্যাচ জিততে পারলে ফাইনালের টিকিট কাটতে পারবে দক্ষিণ আফ্রিকা।