টেস্টে গত ৬ বছরে সর্বাধিক ফাইফার কামিন্স-লায়ন ও তাইজুলের
নিজস্ব সংবাদ :
ছবি সংগৃহীত
টেস্টে গত ৬ বছরে সর্বাধিক ফাইফার কামিন্স-লায়ন ও তাইজুলের।
প্রতিপক্ষ অলআউট। মাঠ ছাড়ছেন ফিল্ডিং দলের ক্রিকেটাররা। একজন বল উঁচিয়ে ধরে নাড়াচ্ছেন। সতীর্থরা পেছন থেকে হাততালি দিচ্ছেন। কেউ কেউ আবার পিঠ চাপড়ে দিচ্ছেন। ক্রিকেটে মাঠে এমন দৃশ্য মানে, এক ইনিংসে কোনো বোলার ৫ উইকেট নেয়ার কীর্তি (ফাইফার) গড়েছেন। আর তাকে উষ্ণ অভ্যর্থনায় ভাসাচ্ছেন সতীর্থ ও সমর্থকরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ক্রিকেটেই এমন দৃশ্য বেশি দেখা যায়। সাদা পোশাকের ক্রিকেটে গত ৬ বছরে বল হাতে উষ্ণ অভ্যর্থনা নিয়ে মাঠ যারা মাঠ ছেড়েছেন, তাদের মধ্যে শীর্ষে আছেন বাংলাদেশের একজন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অবশ্য তিনি একাই শীর্ষে নন, ১২ বার ফাইফার নিয়ে সমন্বিতভাবে তার সঙ্গী প্যাট কামিন্স ও নাথান লায়ন। ২০১৮ সাল থেকে তিনজনই এ কীর্তি গড়েছেন।
তবে সবচেয়ে কম ইনিংস খেলে সর্বোচ্চ ফাইফার নেয়ার হিসেবে এককভাবেই শীর্ষে থাকবেন টাইগার স্পিনার তাইজুল। তিনি মাত্র ৬২ ইনিংস খেলে ১২টি ইনিংসেই ৫ উইকেটের দেখা পেয়েছেন। যেখানে দুই অজি সতীর্থ প্যাট কামিন্সের ১০৩ ইনিংস আর নাথান লায়নের ১০৬ ইনিংস লেগেছে।
এদিকে গত ৬ বছরে সর্বাধিক ফাইফার নেয়ার তালিকায় সেরা পাঁচে আছেন দুই ভারতীয় বোলারও। রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। দুজনই সমান ১১টি ইনিংসে ফাইফার তুলে নিয়েছেন। যেখানে অশ্বিনের লেগেছে ৯৭ আর বুমরাহর লেগেছে ৮১ ইনিংস।
তবে সময়ের হিসেব বাদ দিলে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ বার ফাইফার নিয়ে শীর্ষে আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তিনি মোট ১৩৩ টেস্ট খেলে ৬৭ ইনিংসে ফাইফার তুলে নিয়েছেন। ১০৬ ম্যাচে ৩৭ বার ফাইফার নিয়ে তালিকার দুইয়ে আছেন অশ্বিন। ৭১ টেস্টে ১৯ বার ফাইফার নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তালিকার ২৬তম স্থানে সাকিব আল হাসান।