ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধে ৫টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিলো ইসরায়েল: টেলিগ্রাফ Logo নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক Logo আজ পবিত্র আশুরা Logo ইমন ও হৃদয়ের ফিফটির পর ২৪৮ রানে থেমে গেল বাংলাদেশ Logo দেশে করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ Logo ১৪ দলের সাবেক মিত্রদের নিয়ে সমালোচনায় সালাহউদ্দিন: ‘এখন সংস্কার কমিশনে বড় কথা বলছে’ Logo ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয় নিয়ে জেলেনস্কির আলোচনা Logo ফ্রান্স ও মালয়েশিয়ার তরফে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার জোর দাবি Logo সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেইগেছেন Logo আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয় নিয়ে জেলেনস্কির আলোচনা

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যৌথ ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে।

জেলেনস্কির দফতরের বরাত দিয়ে জানানো হয়, এই আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

জেলেনস্কির মতে, ট্রাম্প ইউক্রেনের আকাশ নিরাপদ রাখতে সম্মিলিত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক অস্ত্র উৎপাদনের সুযোগ নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে।

রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলার জন্য প্যাট্রিয়টসহ অন্যান্য আধুনিক বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে গতি আনার বিষয়টিও উঠে আসে আলোচনায়।

এছাড়া, পারস্পরিক সরঞ্জাম ক্রয়, যৌথ বিনিয়োগ, কূটনৈতিক দৃষ্টিকোণ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্ট জেলেনস্কি উল্লেখ করেন।

এর আগে, ১ জুলাই মঙ্গলবার ওয়াশিংটন নিশ্চিত করে যে, নিজস্ব অস্ত্র মজুদের অবস্থা পর্যালোচনার পর ট্রাম্প প্রশাসন কিয়েভকে দেওয়ার কথা থাকা কিছু সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনাটি যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে, ইউক্রেনের জরুরি চাহিদা মেটাতে পশ্চিমা বিশ্বের সম্মিলিত পদক্ষেপই সবচেয়ে কার্যকর সমাধান বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
৬ বার পড়া হয়েছে

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয় নিয়ে জেলেনস্কির আলোচনা

আপডেট সময় ০৮:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও যৌথ ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে।

জেলেনস্কির দফতরের বরাত দিয়ে জানানো হয়, এই আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

জেলেনস্কির মতে, ট্রাম্প ইউক্রেনের আকাশ নিরাপদ রাখতে সম্মিলিত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক অস্ত্র উৎপাদনের সুযোগ নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে।

রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলার জন্য প্যাট্রিয়টসহ অন্যান্য আধুনিক বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে গতি আনার বিষয়টিও উঠে আসে আলোচনায়।

এছাড়া, পারস্পরিক সরঞ্জাম ক্রয়, যৌথ বিনিয়োগ, কূটনৈতিক দৃষ্টিকোণ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্ট জেলেনস্কি উল্লেখ করেন।

এর আগে, ১ জুলাই মঙ্গলবার ওয়াশিংটন নিশ্চিত করে যে, নিজস্ব অস্ত্র মজুদের অবস্থা পর্যালোচনার পর ট্রাম্প প্রশাসন কিয়েভকে দেওয়ার কথা থাকা কিছু সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনাটি যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে, ইউক্রেনের জরুরি চাহিদা মেটাতে পশ্চিমা বিশ্বের সম্মিলিত পদক্ষেপই সবচেয়ে কার্যকর সমাধান বলে মনে করছেন তারা।