ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

দিরাইয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

দিরাইয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ।

সুনামগঞ্জের দিরাইয়ে ভুল চিকিৎসায় তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ২টার দিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে তিন মাসের এক শিশুকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরতর হওয়ায় দায়িত্বরত নার্সরা (সেবিকা) শিশুটিকে একটি ইনজেকশন দেন। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর স্বজনরা জানান, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগায় মঙ্গলবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করি। শুরুতেই দ্বায়িত্বরত সেবিকা রুবি দাস ও রুম্পা দাস আমাদের সাথে রুঢ় আচরণ করেন এবং রাগান্বিত হন। এরপর তারা শিশুটিকে একটি ইনজেকশন দিলে প্রথমে অজ্ঞান ও পরে মৃত্যু হয় তার।

নিহত শিশুর বাবা হোসেন মিয়ার দাবি কর্তব্যরত চিকিৎসকদের অবহেলা আর ভুল চিকিৎসার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি বলেন- ভর্তি হওয়া মাত্রই তড়িঘড়ি করে নার্স (সেবিকা) আমার ছেলেকে ইনজেকশন দেন। এরপরেই মৃত্যু হয় তার।

ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়নি, বরং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে তার স্বজনরা আবেগী হয়ে এমন অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক জানান, ইনজেকশন পুশ করার মাধ্যমে ও ভুল চিকিৎসা হলেও শিশু বাচ্চাটির হার্ট অ্যাটাক হতে পারে। যেমন ইনজেকশনটি যদি দ্রুত পুশ করা হয় এতে গুরুতর এটেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে এবং মৃত্যু ঝুঁকি বেশি হয়।

এ ব্যপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১০৭ বার পড়া হয়েছে

দিরাইয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১২:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

দিরাইয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ।

সুনামগঞ্জের দিরাইয়ে ভুল চিকিৎসায় তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ২টার দিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে তিন মাসের এক শিশুকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরতর হওয়ায় দায়িত্বরত নার্সরা (সেবিকা) শিশুটিকে একটি ইনজেকশন দেন। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর স্বজনরা জানান, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগায় মঙ্গলবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করি। শুরুতেই দ্বায়িত্বরত সেবিকা রুবি দাস ও রুম্পা দাস আমাদের সাথে রুঢ় আচরণ করেন এবং রাগান্বিত হন। এরপর তারা শিশুটিকে একটি ইনজেকশন দিলে প্রথমে অজ্ঞান ও পরে মৃত্যু হয় তার।

নিহত শিশুর বাবা হোসেন মিয়ার দাবি কর্তব্যরত চিকিৎসকদের অবহেলা আর ভুল চিকিৎসার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি বলেন- ভর্তি হওয়া মাত্রই তড়িঘড়ি করে নার্স (সেবিকা) আমার ছেলেকে ইনজেকশন দেন। এরপরেই মৃত্যু হয় তার।

ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়নি, বরং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে তার স্বজনরা আবেগী হয়ে এমন অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক জানান, ইনজেকশন পুশ করার মাধ্যমে ও ভুল চিকিৎসা হলেও শিশু বাচ্চাটির হার্ট অ্যাটাক হতে পারে। যেমন ইনজেকশনটি যদি দ্রুত পুশ করা হয় এতে গুরুতর এটেক্টিভ হওয়ার সম্ভাবনা থাকে এবং মৃত্যু ঝুঁকি বেশি হয়।

এ ব্যপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’